Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ জানুয়ারি ২০২২ ই-পেপার

মারাত্মক নার্ভের সমস্যায় আক্রান্ত সলমন খান!

একের পর এক ছবিতে সই করেন তিনি। নাচ, গান, ফাইটিং, স্টান্ট— সবেতেই তিনি সিদ্ধহস্ত। তাঁর ডেট পেলে বর্তে যান পরিচালকেরাও। তাঁর ছবি মুক্তি পেলে ঘ

সংবাদ সংস্থা
১৮ মে ২০১৭ ১১:৪৪
ছবি: ফেসবুকের সৌজন্যে

ছবি: ফেসবুকের সৌজন্যে

একের পর এক ছবিতে সই করেন তিনি। নাচ, গান, ফাইটিং, স্টান্ট— সবেতেই তিনি সিদ্ধহস্ত। তাঁর ডেট পেলে বর্তে যান পরিচালকেরাও। তাঁর ছবি মুক্তি পেলে ঘণ্টার পর ঘণ্টা সিনেমা হলের সামনে লাইন দেন তাঁর ভক্তকূল। বলে দেওয়ার দরকার নেই, তিনি অবশ্যই সুপারস্টার সলমন খান। অথচ, তাঁর এমন ব্যস্ত সিডিউল দেখে বোঝার উপায় নেই কত্ত বড় নার্ভের সমস্যায় ভুগছিলেন তিনি!

সম্প্রতি ‘টিউবলাইট’-এর নতুন গান রিলিজের অনুষ্ঠানে দুবাই গিয়েছেন ভাইজান। সেখানেই এক অনুষ্ঠানে নিজের মুখেই শেয়ার করলেন নিজের মারাত্মক অসুখের কথা। জানালেন, বহু দিন ধরেই ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের এক ধরনের ফেসিয়াল নার্ভ ডিসঅর্ডারে ভুগছেন তিনি। এই রোগে মুখের বিভিন্ন জায়গায় মারাত্মক যন্ত্রণা হয়। এ জন্য দীর্ঘ দিন বিদেশে চিকিৎসাও করিয়েছেন তিনি। তবে রোগের জন্য কখনও পেশাকে অবহেলা করেননি বলেও মন্তব্য করেন ভাইজান।

আরও পড়ুন: বলিউডে এই প্রথম, সলমনের ইমোজি এল বাজারে!

Advertisement

ওই সাংবাদিক সম্মেলনে সলমন বলেন, ‘‘যত কষ্টই হোক, যত যন্ত্রণাই হোক, লিগামেন্ট ছিঁড়ে যাক— সব সময় মনে রাখতে হবে তোমার ফ্যানরা এ সব কিচ্ছু বুঝবে না। তাঁরা প্রতিটি দৃশ্যে তোমার সেরাটা দেখতে চায়।’’

তবে আপাতত সেই সমস্যা কাটিয়ে নতুন উদ্যমে পেশায় ফিরেছেন সলমন। পাশে থাকার জন্য কাছের মানুষদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পুরনো প্রেমে কি ফের মজলেন ক্যাট, ছবির ফ্রেম তুলছে প্রশ্নআরও পড়ুন

Advertisement