এত দিন বড়পর্দা কাঁপিয়েছেন। এ বার ছোটপর্দাতেও জৌলুস ছড়াবেন অভিনেতা রণদীপ হুডা। একটি রিয়ালিটি শোয়ের মাধ্যমে ছোটপর্দায় ডেবিউ করবেন তিনি।
আরও পড়ুন, আমি আমার শরীর নিয়ে গর্বিত, মিডিয়াকে একহাত নিয়ে বললেন সোনম
সূত্রের খবর, শোয়ের ফর্ম্যাট নাকি একেবারেই নতুন। ‘বিগ এফ’ নামেই আসন্ন ওই শো-তে জেন ওয়াইয়ের তীব্র গোপন বিভিন্ন কল্পনার কথা তুলে ধরা হবে। শেয়ার করা হবে তাঁদের বিভিন্ন অভিজ্ঞতাও। এমন কিছু বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলা হবে যা নাকি ভারতীয় টেলিভিশনের ইতিহাসে মাইলস্টোন তৈরি করতে চলেছে বলে দাবি কর্তৃপক্ষের। সমাজে এখনও বিভিন্ন বিষয় নিয়ে মহিলাদের কুকথা শুনতে হয়। অপমানিত হতে হয়। বিশেষত যৌনতা নিয়ে বাঁকা দৃষ্টির সামনে পড়েন অধিকাংশ মহিলাই। সে সব নিয়েই সাজানো হয়েছে এই শো।