কোথাও শাশুড়ি-বৌমার ঝগড়া, কোথাও নায়কের দুটো বিয়ে। বাংলা ধারাবাহিকের গল্পের এমন চেনা ছক ভেঙে নতুন স্বাদে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। মাত্র ৮ বছরের এক ছেলে। বুদ্ধিতে কিন্তু যে কোনও প্রাপ্তবয়স্ককে হার মানাবে! আর তাকে সামলাতে গিয়ে মা-বাবাও হিমসিম। তারই কাণ্ডকারখানার হাত ধরে এগোবে গল্প।
ধারাবাহিকের খুদে নায়ক রায়ান গুহনিয়োগী। ‘বোধিসত্ত্ব’র মায়ের ভূমিকায় সোনালি চৌধুরী, বাবার চরিত্রে বিশ্বনাথ বসু। প্রেম, পরিবার, শাশুড়ি-বৌমার গল্প ছেড়ে হঠাৎ এমন ছোটদের গল্পের দিকে কেন ঝুঁকল জি বাংলা? চ্যানেলের তরফে সম্রাট মুখোপাধ্যায় বলেন, “প্রেম বা পারিবারিক গল্পের দিক থেকে সরে আসছি, তেমনটা নয়। বরাবরই নতুন কিছু উপহার দিতে চায় চ্যানেল। সেই উদ্যোগেরই অংশ এই নতুন ধারাবাহিক।”