Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Koel Mullick

Koel Mallick: স্বাধীনতা মানে বিশৃঙ্খলা নয়, বললেন কোয়েল মল্লিক

টলিউডে প্রায় দু’দশক কাটিয়ে ফেলেছেন কোয়েল। প্রথমসারির অভিনেত্রী হয়েও বরাবর দূরে থেকেছেন বিতর্ক থেকে।

কোয়েল মল্লিক।

কোয়েল মল্লিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৫:৫৭
Share: Save:

কোয়েলের কাছে ‘স্বাধীনতা’-র অর্থ কী? দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে প্রশ্নের উত্তর দিলেন রঞ্জিত-কন্যা।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো দিয়েছেন কোয়েল। সেখানে তিনি বলেছেন, “আমার কাছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়। নারী-পুরুষ নির্বিশেষে যোগ্যতামতো কাজ করতে পারা আমার কাছে স্বাধীনতা।” এই বিশেষ দিনে অসহায় মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন কোয়েল। কারও অনুমতি ছাড়াই মানুষের পাশে থাকার উপদেশ দিয়েছেন তিনি।

এর পরেই কোয়েল বলে উঠলেন, “ধর্ম, জাতপাতের ভেদাভেদ না করা আমার কাছে স্বাধীনতা। নির্ভীকভাবে নিজের মতামত প্রকাশ করা আমার কাছে স্বাধীনতা।” কোয়েল মনে করেন, ‘‘স্বাধীনতা মানে কখনওই বিশৃঙ্খলা নয়।’’ নিজেকে নিয়ন্ত্রণ করে ঠিক পথে চলার মধ্যেই স্বাধীনতার প্রকৃত অর্থ খুঁজে পান।

টলিউডে প্রায় দু’দশক কাটিয়ে ফেলেছেন কোয়েল। প্রথম সারির অভিনেত্রী হয়েও বরাবর দূরে থেকেছেন বিতর্ক থেকে। কোয়েল যে নিজেও যে নিজের বলা কথাগুলি অক্ষরে অক্ষরে মেনে চলেন, তা এত দিনে বুঝতে বাকি নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Koel Mullick Actress 75th Independence Day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE