Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মুক্তির পথে ‘পিউপা’

সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘পিউপা’। কয়েক মাস আগে সেন্সর বোর্ডের আঞ্চলিক শাখা ছবির কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছিল। তারই প্রেক্ষিতে সিবিএফসি-র সদর দফতরে যান পরিচালক। সেখানে বিদ্যা বালনের নেতৃত্বে আট সদস্যের জুরি সমস্ত নিষেধাজ্ঞা সরিয়ে ছবিটিকে মুক্তির ছাড়পত্র দেয়।

ছবির একটি দৃশ্যে রাহুল এবং কমলেশ্বর মুখোপাধ্যা

ছবির একটি দৃশ্যে রাহুল এবং কমলেশ্বর মুখোপাধ্যা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০০:০০
Share: Save:

সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘পিউপা’। কয়েক মাস আগে সেন্সর বোর্ডের আঞ্চলিক শাখা ছবির কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছিল। তারই প্রেক্ষিতে সিবিএফসি-র সদর দফতরে যান পরিচালক। সেখানে বিদ্যা বালনের নেতৃত্বে আট সদস্যের জুরি সমস্ত নিষেধাজ্ঞা সরিয়ে ছবিটিকে মুক্তির ছাড়পত্র দেয়। অভিনয় করছেন রাহুল, কমলেশ্বর মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, প্রদীপ মুখোপাধ্যায় প্রমুখ।

মায়ের মৃত্যুর খবর পেয়ে কলকাতায় ফিরে আসে ছেলে শুভ্র। সমস্ত কাজকর্ম শেষে ফিরে যাওয়ার পথে বাবার অসুস্থতা আটকে দেয় শুভ্রকে। হঠাৎ কোমায় চলে যায় তার বাবা। এ দিকে বাবাকে ফেলে কলকাতা ছাড়তে চায় না শুভ্র। তখনই মারা যায় বাবা। কিন্তু সেই মৃত্যুকে ঘিরে দানা বাঁধে রহস্য।

বড় পর্দায় এক অন্য ধরনের ক্যানভাস তুলে ধরতে চেয়েছেন পরিচালক। অওরঙ্গাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির সুবাদে সেরা পরিচালকের সম্মানও পেয়েছেন ইন্দ্রাশিস। ছবিটি সাধারণ দর্শকদের মধ্যে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE