Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

অঙ্কুশ ‘ভিলেন’, সঙ্গে মিমি! হচ্ছেটা কী?

বাবা যাদবের পরিচালনায় আগামী ১৫ জুলাই থেকে শুরু হতে চলেছে ‘ভিলেন’ ছবির শুটিং। সেখানেই কামব্যাক করছেন অঙ্কুশ।

অঙ্কুশ এবং মিমি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

অঙ্কুশ এবং মিমি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

স্বরলিপি ভট্টাচার্য
শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ১৫:৫৩
Share: Save:

বেশ কয়েক মাস হল বড় পর্দায় অনুপস্থিত অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় ট্রেনিংয়ের বিভিন্ন ছবি বা ভিডিও শেয়ার করেন ঠিকই। কিন্তু সিনেমা থেকে যেন ভ্যানিশ হয়ে গিয়েছিলেন। অঙ্কুশের দাবি, লুক চেঞ্জ করার জন্যই স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন তিনি।

অবশেষে অঙ্কুশ ফিরছেন। ফিরছেন মিমি চক্রবর্তীকে সঙ্গে নিয়ে। সৌজন্যে ‘ভিলেন।’

বাবা যাদবের পরিচালনায় আগামী ১৫ জুলাই থেকে শুরু হতে চলেছে ‘ভিলেন’ ছবির শুটিং। সেখানেই কামব্যাক করছেন অঙ্কুশ। তাঁর কথায়, “এটা আমার ইমেজ চেঞ্জিং ফিল্ম বলতে পারেন। রমকম ছবি বা নেক্সট ডোর বয় ইমেজে শেষ কয়েকটা সিনেমায় আমাকে দেখেছেন দর্শক। কিন্তু এ ধরনের কাজ আমি অনেক দিন করিনি। অনেক শেড রয়েছে। এটা একটা ক্রাইম থ্রিলার। টলিউডের ফাইনেস্ট ক্রাইম থ্রিলার বলতে পারেন।’’

আরও পড়ুন, ‘অনস্ক্রিন ন্যুডিটি নিয়ে আমার সমস্যা নেই, তবে...’

রমন জানওয়াল এই ছবির চিত্রনাট্য লিখেছেন। কনসেপ্টও তাঁর। মুম্বইতে আব্বাস মস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রমনের। তবে বাংলায় এই প্রথম কাজ করছেন তিনি।

অন্য দিকে কোরিওগ্রাফার হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এখন পরিচালক হিসেবেও টলি পাড়ার নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন বাবা যাদব। তাঁর কথায়, ‘‘এটুকু বলতে পারি, ছবিটা কমন নয়। আলাদা ফ্লেভার পাবেন দর্শক। অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। অঙ্কুশ এবং মিমি কাজ করছেন। তবে আরও একজন নায়িকা রয়েছেন। সেই কাস্টের খোঁজ চলছে এখনও।’’

আরও পড়ুন, ‘তারকা হলেই এ ভাবে কথা বলা যায় নাকি?’ প্রশ্নের মুখে অনুষ্কা

শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি হিরো এবং ভিলেন— এই দুই চরিত্রেই দেখা যাবে অঙ্কুশকে। তবে ক্রাইম থ্রিলার বলে এখনই ছবির গল্প নিয়ে বেশি কিছু বলতে নারাজ টিম ‘ভিলেন।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE