Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
Abhishek Bachchan

ঐশ্বর্যা-অভিষেকের ‘অভিমান’?

অভিষেক-ঐশ্বর্যার কাছে নাকি সম্প্রতি ‘অভিমান’-এর রিমেকের অফার এসেছে। তবে তাঁরা এখনও সই করেননি।

অভিষেক ও ঐশ্বর্যা।— ফাইল চিত্র।

অভিষেক ও ঐশ্বর্যা।— ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ১৪:০২
Share: Save:

বচ্চন পরিবারে কি মান-অভিমানের পালা চলছে? ঐশ্বর্যা-অভিষেকের মধ্যে কি কোনও কারণে অভিমানের পাহাড় জমেছে? আর সেটা এতটাই যে, তা চলে এল শিরোনামে?

না! বিষয়টা এমন নয়। বরং এখানে লুকিয়ে রয়েছে অন্য ‘অভিমান’। জানেন, সেটা কী?

২৭ জুলাই, ১৯৭৩। হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘অভিমান’। অমিতাভ বচ্চন-জয়া বচ্চন জুটির সেই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলস্টোন। সেই ছবির রিমেকের অফার নাকি পেয়েছেন ঐশ্বর্যা-অভিষেক? তবে কি ফের একটা ‘অভিমান’ পেতে চলেছে সিনে দুনিয়া? সত্যিই কি রিমেকে অমিতাভ ও জয়ার চরিত্রে দেখা যাবে অভিষেক-ঐশ্বর্যাকে?

আরও পড়ুন, কাজলের সঙ্গে রোজ অশান্তি করছেন অজয়? এ কি বিচ্ছেদের ইঙ্গিত?

ডেকান ক্রনিকলের রিপোর্ট অনুযায়ী, অভিষেক-ঐশ্বর্যার কাছে নাকি সম্প্রতি ‘অভিমান’-এর রিমেকের অফার এসেছে। তবে তাঁরা এখনও সই করেননি। অভিষেকের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, অভিষেক নিজে মনে করেন ‘অভিমান’ এমন একটা ক্লাসিক ছবি যার রিমেক হওয়া উচিত নয়। চিত্রনাট্য যতই ভাল হোক, তবুও এ ধরনের ছবি ফের তৈরি করার বিরোধী তিনি। তবে ঐশ্বর্যা এখনও এ নিয়ে কিছু জানাননি।

আরও পড়ুন, ‘আমি সিঙ্গল’, রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মুখ খুললেন রণবীর

অভিষেক-ঐশ্বর্যার কামব্যাক নিয়ে ইদানীং তুমুল চর্চা চলছে ইন্ডাস্ট্রিতে। তবে কি ‘অভিমান’-এর রিমেক দিয়েই বড়পর্দায় গ্র্যান্ড কামব্যাক হবে দম্পতির? নতুন করে জল্পনা শুরু হয়েছে বলি ইন্ডাস্ট্রিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE