শিবসেনার সঙ্গে তীব্র সঙ্ঘাত, তাঁর অফিস ভাঙা শুরু এবং আদালতের স্থগিতাদেশ— এই সবের মধ্যেই মুম্বই পৌঁছলেন কঙ্গনা রানাউত। তবে বাইরে বিক্ষোভকারীরা জড়ো হওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁকে বিমানবন্দরের বিশেষ গেট দিয়ে বাইরে বের করা হয়।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ঘিরে শিবসেনা নেতৃত্বের সঙ্গে টানা বাগযুদ্ধ, সঙ্ঘাত চলছে কঙ্গনা রানাউতের। মুম্বই নিরাপদ নয়, পাক অধিকৃত কাশ্মীর— এমন সব মন্তব্য করেছেন কঙ্গনা। উল্টো দিকে শিবসেনাও কার্যত তাঁকে মুম্বইয়ে না ঢোকার হুমকি দেয়। তার মধ্যে আবার বুধবার কঙ্গনার পালি হিলসের অফিস বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙতে শুরু করেন বৃহন্মুম্বই পুর কর্তৃপক্ষ। কিন্তু কঙ্গনার আইনজীবী বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত অফিস ভাঙার কাজে আপাতত স্থগিতাদেশ দিয়েছে।
অন্য দিকে, মুম্বই বিমানবন্দরে শিবসেনা সমর্থকেরা জড়ো হয়ে কঙ্গনার বিরুদ্ধে বিক্ষোভ-প্রদর্শন শুরু করেন। আবার নায়িকাকে দেখতে বিমানবন্দরের বাইরেও ভিড় জমান অনেকে। এমনই উত্তেজনাপূর্ণ আবহে এ দিন নিজের জন্মভূমি হিমাচল প্রদেশ থেকে মুম্বইয়ে আসেন তিনি। কিন্তু তার আগে থেকেই বিমানবন্দরে শিবসেনা সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে বিমানবন্দরে নামার পর তাঁকে বিশেষ গেট দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।