Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kangana Ranaut

একেবারেই চলেনি ছবি, কঙ্গনার কাছে কত কোটি টাকা ক্ষতিপূরণের দাবি?

ব্যর্থতা যেন তাড়া করে বেড়াচ্ছে কঙ্গনাকে। কী কারণে অভিনেত্রীর কাছে ক্ষতিপূরণের দাবি?

Kangana Ranaut Thalavi Distributers claims refund of 6 crore

কঙ্গনার কাছে ক্ষতিপূরণের দাবি ছবির ডিস্ট্রিবিউটারদের। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৩:০৯
Share: Save:

২০২১ সালে জয়ললিতার উপর জীবনীচিত্র নির্মাণ করেন কঙ্গনা রানাউত। ‘আম্মা’ জয়ললিতার ভূমিকায় দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে। তামিল ও হিন্দি, দুই ভাষাতেই মুক্তি পায় এই ছবি। যদিও হিন্দির চেয়ে বেশি জনপ্রিয় হল তামিল সংস্করণই। তবু আশানুরূপ ফল করতে পারেনি এই ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘থালাইভি’। এ বার এই ছবির ব্যর্থতা যেন তাড়া করে বেড়াচ্ছে কঙ্গনাকে। অভিনেত্রীর কাছে ক্ষতিপূরণের দাবি ছবির ডিস্ট্রিবিউটারদের। টাকার অঙ্কটা নেহাত কম নয়।

‘থালাইভি’ ছবিতে চরিত্রের প্রয়োজনে নিজের সম্পূর্ণ ভোলবদল করে ফেলেছেন কঙ্গনা। ‘ডবল চিন’, মাঝ বরাবর সিঁথি কাটা— অবিকল জয়ললিতার নিজস্ব স্টাইল! তবু হলে দর্শক টানতে পারেননি কঙ্গনা। এই ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ছিল ‘জি’-এর উপর। তাই ছবির ব্যর্থতায় ছবির প্রযোজকের কাছে টাকা ফেরত চায় তাঁরা। প্রায় ৬ কোটি টাকা। ইতিমধ্যেই আইনি চিঠি পাঠানো হয়েছে ছবির প্রযোজককে, তবু উত্তর মেলেনি বলেই জানান ‘জি’-র কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kangana Ranaut Bollywood Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE