এক সময়ে নাকি প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। তাঁরা অর্থাত্ ক্যাটরিনা কইফ ও রণবীর কপূর। ইন্ডাস্ট্রির খবর, সে সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে ২০১৬-য়। তারপর তাঁদের প্রথম অনস্ক্রিন অ্যাপিয়ারেন্স হবে ‘জগ্গা জসুস’-এ। কিন্তু ঠিক কী হয়েছিল তাঁদের মধ্যে? কেন ভেঙে গিয়েছিল ভালবাসার সম্পর্ক? মুখ খুললেন ক্যাটরিনা।
আরও পড়ুন, ফের প্রেমে পড়েছেন রণবীর? মেয়েটি কে?
সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘‘দুটো মানুষের মধ্যে কী হয়, তা একমাত্র ম্যাজিক জানলে বলতে পারা যাবে। আমার ভিতরে কী আছে, সেটা কেউ বের করতে পারবেন না। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আমাদের দারুণ ইকুয়েশন। আগের দুটো ছবিতে আমাদের যা এনার্জি ছিল এই ছবিতেও যাতে সেটাই থাকে তার চেষ্টা করেছি।’’