রণবীর কপূরের সঙ্গে তাঁর সম্পর্ক এক সময় ছিল বলিউডের ওপেন সিক্রেট। এখন আর প্রেমের সম্পর্ক নেই হয়তো। কিন্তু রণবীর নাকি তাঁর বেস্ট ফ্রেন্ড! এ কথা স্বীকার করলেন খোদ ক্যাটরিনা কইফ।
মুক্তির অপেক্ষায় রণবীর-ক্যাটরিনার আসন্ন ছবি ‘জগ্গা জসুস’। অনুরাগ বসুর পরিচালনায় এ ছবির প্রযোজক রণবীর নিজেই। শুটিংয়ের সময় তাঁদের ব্যক্তিগত সম্পর্ক যাই থাক না কেন, পেশাদারী মনোভাব দেখিয়েছেন দু’জনেই। আপাতত জোরকদমে চলছে প্রোমোশন। একাধিক বার তাঁদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন সামলাতে হচ্ছে দু’জনকেই। সম্প্রতি ট্রেলার লঞ্চে ক্যাটরিনার কাছে জানতে চাওয়া হয়, রণবীর ভাল প্রযোজক নাকি ভাল বন্ধু? তার জবাবে নায়িকা বলেন, ‘‘আমার মনে হয় ও আমার বেস্ট ফ্রেন্ড।’’ ক্যাটরিনার নয়া স্টেটমেন্ট নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে বলি মহলে।