অপরাধ করেছেন ক্যাটরিনা কইফ। কী অপরাধ জানেন? সুন্দরী হওয়ার অপরাধ। হ্যাঁ, ক্যাটের ফিটনেস ট্রেনারের অভিযোগ অন্তত এমনটাই!
আরও পড়ুন, শাহরুখকে ফিল্ম পরিবেশকরা সলমনকে নকল করতে বললেন!
আসলে দিন দু’য়েক আগে ক্যাটরিনার সঙ্গে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন ক্যাটের ট্রেনার ইয়াসমিন। বিয়েবাড়িতে গিয়ে দু’জনে মিলে একটি সেলফিও তুলেছেন। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে ইয়াসমিন একটি মজার ক্যাপশন দিয়েছেন তাতে। লিখেছেন, ‘‘এত সুন্দরী হওয়া কিন্তু অপরাধ!’’