Advertisement
২০ এপ্রিল ২০২৪
Bollywood

পারিশ্রমিক বিবাদ এবং সহ-অভিনেতার সঙ্গে বয়সের ফারাক, স্ট্রিট ডান্সার ৩ থেকে সরলেন ক্যাটরিনা

‘টাইগার জিন্দা হ্যায়’-এর সাফল্যকে ধরে এই ছবিতে সই করেছিলেন ক্যাটরিনা। সেই সময় মুক্তির অপেক্ষায় ছিল জিরো এবং থাগস অব হিন্দুস্তান।

লন্ডনে ছবির শুটিংয়ের ফাঁকে বরুণ-শ্রদ্ধার ভ্যালেন্টাইনস্ ডে পোজ।

লন্ডনে ছবির শুটিংয়ের ফাঁকে বরুণ-শ্রদ্ধার ভ্যালেন্টাইনস্ ডে পোজ।

নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫১
Share: Save:

পারিশ্রমিক নিয়ে বিবাদ এবং সহ-অভিনেতা বরুণ ধবনের সঙ্গে বয়সের ফারাক। মূলত এই দু’টি কারণে রেমো ডি’সুজা পরিচালিত ‘স্ট্রিট ডান্সার ৩’ থেকে সরে দাঁড়ালেন ক্যাটরিনা কইফ। ক্যাটরিনাকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য ঠিক কারণ খোলসা করেননি। তবে, ভরতের পোস্ট প্রোডাকশন ও অন্য দু’টি প্রজেক্ট হাতে থাকায় ডেটের সমস্যা আছে। তাই ওই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন ক্যাটরিনা। কিন্তু, ‘এবিসিডি’ সিরিজের তৃতীয় কিস্তি স্ট্রিট ডান্সার ৩-এর প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, মূলত পারিশ্রমিক নিয়ে টানাপড়েনের জন্য শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী।

‘টাইগার জিন্দা হ্যায়’-এর সাফল্যকে ধরে এই ছবিতে সই করেছিলেন ক্যাটরিনা। সেই সময় মুক্তির অপেক্ষায় ছিল জিরো এবং থাগস অব হিন্দুস্তান। ফলে বরুণের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন ক্যাটরিনা। যদিও একটা ছবির জন্য তিনি সাধারণত এর থেকে অনেকটা কম পারিশ্রমিক নিয়ে থাকেন।

প্রযোজনা সংস্থা তাঁকে অনুরোধ করেছিল পারিশ্রমিকের বিষয়টি খতিয়ে দেখতে, বরুণের থেকে সামান্য কমে শুটিং শুরু করতে। কিন্তু থাগস্ অব হিন্দুস্তান ও জিরো— দু’টিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় পারিশ্রমিক নিয়ে সেই আলাপ-আলোচনার জায়গা বন্ধ হয়ে যায়। তাঁকে বলা হয়, চলতি পারিশ্রমিকে কাজ চালিয়ে যেতে। কিন্তু ক্যাটরিনা আগের অবস্থানেই অনড় থাকেন। এবং প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, জানায় ওই প্রযোজনা সংস্থা।যদিও, এই ছবির প্রমোশনে দিন কয়েক আগেই কফি উইথ করণে দেখা গেছিল বরুণ ও ক্যাটরিনাকে। এই ছবির প্রযোজনায় টি সিরিজ।

আরও পডু়ন: ভাষাদিবসের আগে বাংলাদেশ সেজে উঠছে নিরাপত্তা ও আল্পনার মিশেলে

আরও পড়ুন: বিয়ে করলেন এই কেকেআর তারকা, দেখে নিন অ্যালবাম

এদিকে ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছবির প্রি-প্রোডাকশন থেকে বরুণের চকোলেট বয় লুকের সঙ্গে ক্যাটরিনার ম্যাচিওরড লুকের ফারাক নিয়ে দ্বন্দ্ব ছিল। এর পর ছবির কাজে প্রেস মিট ও ফটোশুটে সেই দ্বন্দ্ব ধরা পড়ে। ক্যাটরিনার বন্ধুরাও তাঁকে বলেছিলেন, বরুণ এবং তিনি, পাশাপাশি দাঁড়ালে বয়সের ফারাকটা ধরা পড়ছে। হয়তো বা পাশে বরুণ (বয়সে পাঁচ বছরের ছোট) থাকায় ক্যাটরিনাকে ‘বয়স্ক’ লাগছে বলেও সেই বন্ধুরা ক্যাটরিনাকে জানিয়েছিলেন। এর পরই পরিচালক রেমো ডি’সুজাকে ফোন করে ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান ক্যাটরিনা।

এর পরই তড়িঘড়ি শ্রদ্ধা কপূরকে আনা হয় বরুণের বিপরীতে। এই সিরিজের দ্বিতীয় কিস্তিতে শ্রদ্ধাকে দেখা গেছে বরুণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। ছবির পোস্টার রিলিজ করা হয়েছিল, পরে তা সরিয়ে নেয় প্রযোজনা সংস্থা। এই ছবির প্রথম দফার শুটিং হয়েছে অমৃতসরে, লন্ডনে চলছে দ্বিতীয় দফার শুটিং। চলতি বছরের ৮ নভেম্বর এই ছবিটি মুক্তি পাওয়ার কথা, জানিয়েছে প্রযোজনা সংস্থা।

স্ট্রিট ডান্সার-থ্রি’র ফার্স্ট লুক

সৌজন্য: ইনস্টাগ্রাম/বরুণ ধাওয়ান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE