Kiff 2017: what to watch in film festival on 12 November 2017 dgtl
Entertainment News
রবিবার ফেস্টিভ্যালে কোন কোন ছবি মিস করবেন না
শুরু হয়েছে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। ৫৩টি দেশের ১৪৩টি ছবি দেখানো হবে এ বছরের ফেস্টিভ্যালে। প্রথম দিন থেকেই ফিল্ম ফেস্টিভ্যাল জমে উঠেছে। দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার আপনি কী কী ছবি দেখবেন এক ঝলকে দেখে নিন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ১৭:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
প্রথম দিন থেকেই ফিল্ম ফেস্টিভ্যাল জমে উঠেছে। দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার আপনি কী কী ছবি দেখবেন এক ঝলকে দেখে নিন। ‘আ লেটার টু দ্য প্রেসিডেন্ট’। আফগানিস্তান থেকে এ বারের ফেস্টিভ্যালে যোগ দেওয়া একমাত্র ছবি। ছবিটা NETPAC পুরস্কারের দৌড়ে রয়েছে। ছবিটি দেখা যাবে রবীন্দ্রসদনে দুপুর সওয়া ৩টে থেকে।
০২০৫
‘দ্য লেডি ভ্যানিশেস’। দিনের শুরুতে বড় স্ক্রিনে হিচককের থ্রিলার দেখার মতো আর কিছুই হয় না। ১৯৩১-এর এই ক্লাসিক অনেক বার দেখলেও হয়তো মন ভরবে না। নন্দন-১-এ সকাল ৯টায় উপভোগ করুন এই মাস্টারক্লাস।
০৩০৫
‘ডেথ অফ এ পোয়েট’ ইন্টারন্যাশনাল কমপ্লিশন বিভাগে একমাত্র বাংলা ছবি। ছবিটি বাংলাদেশের। পরিচালক আবু সইদের এই ছবিটি দেখা যাবে নন্দন-১-এ, বেলা পৌনে ১২টায়।
০৪০৫
ইরানি ছবি ‘ইয়েলো’। এই ছবিটি এ বারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী ছবি। যাঁরা উদ্বোধনী অনুষ্ঠান মিস করেছেন, তাঁদের জন্য দ্বিতীয় সুযোগ। ছবিটি দেখা যাবে নজরুল তীর্থে, বিকেল ৪টেয়।
০৫০৫
লাতিন-আমেরিকার ছবি ‘গুড ম্যানার্স’। জাদু, বাস্তবতা ও রহস্যের ছবি। আন্তর্জাতিক বিভাগে পুরস্কারের দৌড়েও রয়েছে ছবিটি। পরিচালক ম্যাকো দত্ত ও জুলিয়ানা রোজাসের এই ছবিটি দেখা যাবে মানি স্কোয়ার পিভিআর-এ সন্ধে ৭টায়।