Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Entertainment News

ইন্দ্রদীপের প্রথম ছবি ‘কেদারা’য় একটাও গান নেই, ছবিটাই গানের মতো

পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত জানালেন ‘‘ছবি করার কথা অনেকদিন ধরেই ভাবছিলাম। কিন্তু ঠিক গুছিয়ে উঠতে পারছিলাম না। অবশেষে পারলাম। কৌশিকদাকে ভেবেই চরিত্রটা লিখেছিলাম। প্রযোজকের সাথে কথা বলার আগেই কৌশিকদার সাথে কথা বলেছিলাম। ও করতে রাজি হওয়ায় ছবিটা করি। নইলে হয়ত করতাম না।’’

‘কেদারা’র পোস্টার।

‘কেদারা’র পোস্টার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৫:২৫
Share: Save:

২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন নন্দন ২-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাসগুপ্ত পরিচালিত প্রথম ছবি ‘কেদারা’র। ছবিটি ভারতীয় ছবির প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করেছে। নন্দনের মিডিয়া সেন্টারের সাংবাদিক সম্মেলনে এ ছবির আবহ সঙ্গীত স্রস্টা অরিজিৎ সিংহ ছড়া টিমের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এ ছবির মুখ্য অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন- ‘‘এটি একটি অভিনয় নির্ভর এক্সপেরিমেন্টাল পোয়েটিক ছবি। এখানে আমি একজন হরবোলার চরিত্রে অভিনয় করেছি৷ চরিত্রটা একজন অভিনেতার কাছে খুবই চ্যালেঞ্জিং। ছবিটার গল্প যখন ইন্দ্র আমায় শোনায় তখন আমি বেশ অবাক হয়েছিলাম এটা ভেবে যে এরকম একটা ছবি ও করবে কী ভাবে। কিন্তু শেষ পর্যন্ত ছবিটা হয়েছে।’’

পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত জানালেন ‘‘ছবি করার কথা অনেকদিন ধরেই ভাবছিলাম। কিন্তু ঠিক গুছিয়ে উঠতে পারছিলাম না। অবশেষে পারলাম। কৌশিকদাকে ভেবেই চরিত্রটা লিখেছিলাম। প্রযোজকের সাথে কথা বলার আগেই কৌশিকদার সাথে কথা বলেছিলাম। ও করতে রাজি হওয়ায় ছবিটা করি। নইলে হয়ত করতাম না।’’ এ ছবির অন্যতম অভিনেতা রুদ্রনীল আমাদের জানালেন ‘‘শিল্প যারা ভালবাসেন তাদের জন্য এই মহান ছবি আমরা বানিয়েছি। এতদিন ইন্দ্রকে সবাই সফল সঙ্গীত পরিচালক হিসেবে দেখে এসেছে। ওর মধ্যে যে ছবি করার মত প্রতিভা আছে এ বার সবাই সেটা জানতে পারবে বলে আমার ধারণা। আশা করছি ছবিটা সকলের ভাল লাগবে।’’ শ্রীজাতর সংযোজন ‘‘ছবিতে আমি ৬-৭টা গান লিখতে চেয়েছিলাম। কিন্তু একটা গানও আমাকে লিখতে দেওয়া হয়নি। ছবিতে আসলে কোন গানই নেই। গোটা ছবিটাই আসলে একটা গানের মত। ছবির সাফল্য নিয়ে টিমের সকলেই বেশ আশাবাদী। ছবিটা ভারতীয় ছবির প্রতিযোগিতা বিভাগে ‘কেদারা’ শ্রেষ্ঠ ছবির পুরস্কার পায় কি না এখন এটাই দেখার।’’

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। এ ছাড়া আছেন রুদ্রনীল ঘোষ, মৌসুমি সান্যাল প্রমুখ অভিনেতারা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শ্রীজাত। ছবিটির আবহ সঙ্গীত রচনা করেছেন অরিজিৎ সিংহ। ক্যামেরা করেছেন শুভঙ্কর ভড়। ছবিটি প্রযোজনা করেছে সমীরণ দাসের ক্যালাইডোস্কোপ কোম্পানি।

আরও পড়ুন, বাংলা সিনেমার ১০০ বছর নিয়ে প্রদর্শনী ‘চালচিত্র’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KIFF 2018 Tollywood Celebrities Bengali Movie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE