Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৩ ডিসেম্বর ২০২১ ই-পেপার

বিনোদন

বিয়ের পর বিরুষ্কার এই ছবিগুলি আপনি কি দেখেছেন?

নিজস্ব প্রতিবেদন
১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:৪২
দশ দিনও হয়নি তাঁদের বিয়ের। ইতালির তাস্কানিতে স্বপ্নের বিয়ে সেরেছেন বিরাট কোহালি ও অনুষ্কা শর্মা। ইতিমধ্যেই তাঁদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বরফে ঘেরা পাহাড়ের কোলে দুই ‘লভবার্ড’-এর হানিমুনের ছবিও শেয়ার করেছেন অনুষ্কা। নতুন করে বিরুষ্কার আরও কয়েকটি ছবি ঝড় তুলেছে ওয়েব দুনিয়ায়। বিয়ের পরদিন তোলা এই ছবিগুলিতে দুই তারকার এক্সপ্রেশন কিন্তু দেখার মতো!

কখনও বিরাটের গায়ে হেলান দিয়ে বাঁধভাঙা হাসি অনুষ্কার, তো কখনও নবদম্পতির পারফেক্ট পোজ।
Advertisement
বিরাট-অনুষ্কার বিয়ের পরদিন তোলা এই ছবিগুলিতে দুই তারকার এক্সপ্রেশন দেখার মতো।

ব্রাইডমেডদের পাশে নিয়ে ছবি তুলেছেন বিরুষ্কা। বন্ধুরা কানে কানে কী বলছিলেন বিরুষ্কাকে। বিরাটের এক্সপ্রেশন কিন্তু অন্য কথা বলছে। যেন মোটেই পছন্দ হয়নি বন্ধুদের সাজেশন!
Advertisement
বিরাটের কালো কুর্তা-পাজামা আর অনুষ্কার ক্রিম রঙা এথনিক ড্রেস নজর কেড়েছে ফ্যানেদের।

‘রিঙ্গ সেরিমনি’র দিন তোলা অনুষ্কার এই ছবি আগে দেখেছেন? ইনস্টাগ্রামে নবদম্পতির ফ্যানক্লাব শেয়ার করেছে এই ছবি।

ইতালি থেকে খুব শীঘ্রই দেশে ফিরবেন বিরাট-অনুষ্কা। দেশের দুই শহরে এ বার রিসেপশনের পালা। ২১ ডিসেম্বর দিল্লি এবং ২৬ ডিসেম্বর মুম্বইতে রিসেপশন হবে বিরুষ্কার।