মা হওয়ার পর অনেকটাই বদলে গিয়েছেন তিনি। বলিউডেও অনিয়মিত। মাঝেমধ্যে পাপারাত্জিদের ক্যামেরায় বন্দি হচ্ছেন। আর তাতেই বদলটা আরও বেশি চোখে পড়ছে।
তিনি রানি মুখোপাধ্যায়। সম্প্রতি ইনস্টাগ্রামের ছবিতে খুব ভাল ভাবে ধরা পড়ল রানির শারীরিক বদল।
‘বেফিকরে’ শুটিং র্যাপ আপের গ্রুপ ফটোতে শেষবার দেখা গিয়েছিল রানিকে। মুম্বই বিমানবন্দরেও ফ্রেমবন্দি হয়েছিলেন। আর এ বার দেখা গেল নায়িকার পোস্ট বেবি সেলফি। সম্প্রতি লন্ডনে এক বন্ধুর সঙ্গে তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। খুব হাল্কা মেকআপে রানিকে দেখেই বোঝা যাচ্ছে সন্তান জন্মানোর পর তাঁর ওজন অনেকটাই বেড়েছে। নায়িকাসুলভ চেহারা আর নেই। বরং এ মেয়ে যেন আমাদের সকলের চেনা। সত্যিই মা হওয়ার পর এক নতুন লুক পেয়েছেন রানি। তাঁকে শেষ দেখা দিয়েছিল ২০১৪ সালের ছবি ‘মর্দানি’তে। কবে আবার সিলভার স্ক্রিনে ফিরবেন সে ব্যাপারে এখনও কিছুই জানাননি তিনি।