ডিভোর্স হয়েছে ঠিকই। কিন্তু এখনও তাঁরা বেস্ট ফ্রেন্ড। তাঁরা অর্থাত্ মালাইকা আরোরা ও আরবাজ খান। শুক্রবার আরবাজের জন্মদিনটা একসঙ্গেই পালন করলেন দম্পতি।
ডিভোর্স হয়েছে ঠিকই। কিন্তু এখনও তাঁরা বেস্ট ফ্রেন্ড। তাঁরা অর্থাত্ মালাইকা আরোরা ও আরবাজ খান। শুক্রবার আরবাজের জন্মদিনটা একসঙ্গেই পালন করলেন দম্পতি।
এ দিন সোশ্যাল মিডিয়ায় আরবাজকে শুভেচ্ছা জানিয়েছেন বলি ইন্ডাস্ট্রির সেলেবরা। সেলিব্রেশনের ছবি দেখে অনেকে বলছেন দাম্পত্যের বিচ্ছেদ হয়ে গেলেও বন্ধুত্ব রয়ে গিয়েছে তাঁদের। দুই ছেলেকে নিয়ে কখনও ডিনারে যান তাঁরা কখনও বা ছুটি কাটান দেশের বাইরে। বলিউডের এই নতুন ট্রেন্ডে মালাইকাআরবাজ নিজেদের জায়গা করে নিয়েছেন ভাল ভাবেই। 🍾🍾🍾🍾
🍾🍾🍾🍾