ছবির প্রমোশন থেকে মুক্তি। এ বার বক্স অফিসের হিসেব খতিয়ে দেখতে আর এক সপ্তাহ। এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। কিন্তু বিতর্ক বাধল যখন অম্বালা শিখ সংগঠন ওই এলাকায় ‘মনমর্জিয়াঁ’ প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা জারি করল। অবিলম্বে অম্বালার সব প্রেক্ষাগৃহে ‘মনমর্জিয়াঁ’র প্রদর্শন বন্ধ হোক— এই আবেদনের পাশাপাশি গোটা বিশ্বে ছড়িয়ে থাকা শিখদের এ ব্যাপারে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছে ওই সংগঠন।
অম্বালা শিখ সঙ্গত নামে ওই সংগঠনের বক্তব্য, শিখ ভাবাবেগে আঘাত করে এমন কিছু দৃশ্য ওই ছবিতে রয়েছে। ছবির একটা দৃশ্যে শিখ দম্পতি অভিষেক বচ্চন এবং তাপসী পান্নু ধূমপান করছেন। আরও একটা দৃশ্যে অভিষেক বচ্চন খুব আপত্তিকর ভাবে নিজের পাগড়ি খুলছেন। এই দৃশ্যগুলি শিখ সংস্কৃতির পরিপন্থী।
তাদের আরও দাবি, এটাই প্রথম ছবি নয় যেখানে শিখ ভাবাবেগকে আঘাত করা হয়েছে। এর আগেও এমনটা হয়েছে। আমরা চাই অবিলম্বে অম্বালার সব প্রেক্ষাগৃহে এই ছবির প্রদর্শনী বন্ধ করা হোক। এবং গোটা বিশ্বে থাকা শিখেরা এগিয়ে এসে এর প্রতিবাদ করুক।