‘পেয়ার তুনে কেয়া কিয়া’ ধারাবাহিকে অভিনয়ে হাতেখড়ি। এ ছাড়া হিন্দি টেলিভিশনে ‘পবিত্র রিস্তা’ এবং ‘ইয়ে হ্যায় মহব্বতে’ সিরিয়ালে অভিনয়ে নজর কেড়েছেন।
৪ / ৮
দিল্লির বাসিন্দা ২৩ বছর বয়সী করিশ্মার রূপ ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
Advertisement
৫ / ৮
ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, রূপে বলি ডিভাদের থেকে কোনও অংশে কম না করিশ্মা। নতুন ওয়েব সিরিজে এ বার গুণ বিচারের পালা।
৬ / ৮
অভিনয়ের পাশাপাশি করিশ্মা গান গাইতে ভালবাসেন। প্রিয় গায়ক জগজিৎ সিংহ এবং অরিজিৎ সিংহ।
৭ / ৮
বেড়ানো, শপিং এবং সিনেমা দেখতে ভালবাসেন করিশ্মা। তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খান ও করিনা কপূর।
৮ / ৮
সদ্য মুক্তি পেয়েছে একতা কপূরের ওয়েব সিরিজ ‘রাগিণী এম এম এস ২.২’ এর পোস্টার। ইনি করিশ্মা শর্মা। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ। সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ গুপ্ত।