রাজ চক্রবর্তী নাকি কখনও থেমে থাকেন না, প্রেমে থাকেন। টলি ইন্ডাস্ট্রিতে নাম প্রকাশে অনিচ্ছুক বহু কলাকুশলীই বলে থাকেন এ কথা। মিমি চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে সদ্য। আবার সদ্যই নাকি প্রেমে পড়েছেন রাজ। এ বার নাকি সঙ্গী আরও এক টলি নায়িকা। শুভশ্রী।
সত্যি নাকি? জানতে ফোন করা গেল মিমিকে। ভাইরাল ফিভারে কাবু বাড়িবন্দি নায়িকা পাল্টা প্রশ্ন করলেন, ‘‘রাজ-শুভশ্রীর খবরটা আজ বেরিয়েছে?’’ তার মানে তো খবরটা পাকা। আপনি জানতেন নাকি? ফোনের ওপারে আলতো হেসে বললেন, ‘‘আমার কিছু বলাটা বোধহয় ঠিক নয়।’’
সেকি! আপনিই তো বলতে পারবেন। আপনার সঙ্গে রিলেশনশিপের সময় কি কিছু বুঝতে পেরেছিলেন? ‘‘আমি এই প্রশ্নটারও উত্তর দেব না। তবে প্রত্যেকের নিজস্ব জীবন রয়েছে। রাজ আর শুভশ্রীকে অল দ্য বেস্ট। ওদের অনেক শুভেচ্ছা জানালাম।’’