গায়ে হলুদ, মালাবদল, সিঁদুরদান— এত পর্যন্ত চেনা রুটেই এগোচ্ছিল সব কিছু। জনপ্রিয় হিন্দি রিয়ালিটি শো ‘বিগ বস’ হাউসে ক্যামেরার সামনেই বিয়ে সেরে ফেললেন দুই প্রতিযোগী মোনালিসা এবং বিক্রান্ত সিংহ রাজপুত। বিয়ের পরই আসে ফুলশয্যার নিয়ম। রিয়ালিটি শো বলে কিন্তু বাদ গেল না তাও। বিগ বস হাউসের মধ্যেই সিক্রেট রুমে এক রাত এক সঙ্গে কাটালেন দম্পতি। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বলিউডে অনেকেই প্রশ্ন তুলেছেন, টিআরপি পাওয়ার জন্য আর কী কী দেখানো হবে রিয়ালিটি শো-তে?
সূত্রের খবর, রিয়ালিটি শো-তে দর্শকদের এন্টারটেন করা হয় বিভিন্ন খেলার মাধ্যমে। তার জন্য প্রত্যেক প্রতিযোগী চুক্তি অনুযায়ী টাকা পান। এ ক্ষেত্রেও মোনালিসা ও বিক্রান্তকে অন ক্যামেরা বিয়ে করার জন্য নাকি ৫০ লক্ষ টাকা দিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ!
আরও পড়ুন, সেলেব্রিটি এই ভাই-বোনের ঝগড়ায় ভাঙনের মুখে পরিবার