জল্পনা চলছিলই। তাঁর ‘স্বপ্নের ছবি’ নিয়ে জল্পনা, জল্পনা তাঁর স্বপ্নের পরিচালকের সঙ্গে কাজ করা নিয়ে। আর সে জল্পনায় ইতি টানলেন তিনি নিজেই। তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। আর যাঁকে দিন রাত স্বপ্নে দেখতেন, তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক বিশাল ভরদ্বাজ।
বহু দিন ধরে জল্পনা চলছিল, যে নওয়াজ-কে নাকি দেখা যাবে বিশালের ছবিতে। তবে এই বিষয় নিয়ে টুঁ শব্দটি করছিলেন না বিশাল থেকে নওয়াজ কেউই। কিন্তু কতদিন আর চেপে রাখা যায়। অতঃপর এক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে এসে এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বললেন, “হ্যাঁ, আমি বিশালের সঙ্গে কাজ করছি। ছবির নাম এখনও অবধি ঠিক হয়নি। এর থেকে বেশি এই ছবি নিয়ে আমার মুখ খোলা উচিত হবে না। বিশাল ভরদ্বাজের সঙ্গে যে কাজ করতে পারছি সেটাই আমার কাছে বিরাট। স্বপ্নটা সত্যি হয়ে গেল।”
আরও পড়ুন: কঙ্গনাকে আইনি নোটিস পাঠালেন আদিত্য?