Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

ওয়েবসিরিজ ফর্ম্যাটে ‘বাহুবলী’র প্রিকুয়েল নিয়ে আসছে নেটফ্লিক্স

একটা ম্যাগনাম ওপাস। যার পরতে পরতে গল্প। এক একটা চরিত্র নিয়ে এক একটা গল্প। তাই ‘বাহুবলী’র গল্প যেন শেষ হয়েও হয় না শেষ। এ বার সেই ‘বাহুবলী’র প্রিকুয়েল নিয়েই হাজির হচ্ছে নেটফ্লিক্স। সিকুয়েল আর নয়, এ বার একটা প্রিকুয়েল।

প্রিকুয়েলেও কি সেই প্রভাসই বাহুবলী? প্রশ্ন উঠছে দর্শকমহলে।

প্রিকুয়েলেও কি সেই প্রভাসই বাহুবলী? প্রশ্ন উঠছে দর্শকমহলে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ১৮:২৫
Share: Save:

একটা ম্যাগনাম ওপাস। যার পরতে পরতে গল্প। এক একটা চরিত্র নিয়ে এক একটা গল্প। তাই ‘বাহুবলী’র গল্প যেন শেষ হয়েও হয় না শেষ। এ বার সেই ‘বাহুবলী’র প্রিকুয়েল নিয়েই হাজির হচ্ছে নেটফ্লিক্স। সিকুয়েল আর নয়, এ বার একটা প্রিকুয়েল।

ভক্তরা ধরেই নিয়েছিলেন যে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ আর ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর পরই হয়তো গল্পের শেষ। কিন্তু ভক্তদের কথা চুপিসাড়ে শুনে ফেলেছিলেন ‘নেটফ্লিক্স’ নামের এক ভগবান।

আনন্দ নিলকান্তনের বই ‘দ্য রাইজ অব শিবাগামী’ নিয়েই ওয়েব সিরিজ তৈরি করতে চলেছে নেটফ্লিক্স। কী ভাবে শিবাগামী এমন বিরাট এক সাম্রাজ্যের রানি হয়ে উঠলেন, সেই কাহিনিই ফুটে উঠবে এই ওয়েবসিরিজে। ফুটে উঠবে মহীশমতী সাম্রাজ্যের কাহিনিও। ন’টি এপিসোডে নিলকান্তনের বইয়ের এই গল্প ভাগ করে নিয়েছে নেটফ্লিক্স।

কী ভাবে শিবাগামী এমন বিরাট এক সাম্রাজ্যের রানি হয়ে উঠলেন, সেই কাহিনিই ফুটে উঠবে এই ওয়েবসিরিজে।

‘বাহুবলী’ ছবি দু’টির পরিচালক এস এস রাজামৌলি বলছিলেন “নানান শক্তিশালী চরিত্র আর আর সেই সব চরিত্রের খুঁটিনাটি নানান দিক নিয়েই গড়ে উঠেছে বাহুবলীর দুনিয়া। সেই দুনিয়ারই ছোট ছোট কয়েকটা গল্প নিয়েই তৈরি করেছি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ আর ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। তার প্রিকুয়েলও হতে চলেছে সে রকমই একটা কাহিনি নিয়ে।”

আরও পড়ুন: সুহানা এ বার ‘ভোগ’-এ!

আরও পড়ুন: রণবীরের সঙ্গে গোপন ছুটি, ক্যামেরা দেখেই বন্ধ করে দিলেন দীপিকা!

যদিও এই ওয়েবসিরিজের পরিচালনা তিনিই করছেন কি না, সে বিষয়টা খোলসা করলেন না রাজামৌলি। তবে এই সিরিজের ন্যারেটিভ স্টাইল হবে ছবির মতোই। ছবির মতোই গুরুত্ব দেওয়া হবে ভিসুয়াল এফেক্টস্ আর শিল্প নির্দেশনার বিষয়টিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE