পুরো পরিবার নিয়ে সোফায় বসে রয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা। প্রকাশ্যে এল সেই ছবি।
অবাক হবেন না। কারণ এ ছবি বাস্তবের নয়। বড়পর্দার। সৌজন্যে শ্রদ্ধা কপূরের আসন্ন ছবি ‘হাসিনা পার্কার’। নতুন পোস্টার দেখে উত্তেজনার পারদ চড়ছে সিনেপ্রেমীদের মধ্যে।
আরও পড়ুন, দাউদের বোনের ‘লভ লাইফ’-এর ছবি প্রকাশ্যে
হাসিনার দাদা দাউদের ভূমিকায় রয়েছেন সিদ্ধান্ত কপূর। বাস্তবে তিনিই শ্রদ্ধার দাদা। পরিচালক অপূর্ব লাখিয়ার হাত ধরে এ বার রিয়্যাল থেকে রিল লাইফেও ভাইবোনের ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা-সিদ্ধান্ত। ১৯৯১-তে হাসিনার স্বামী ইসমাইল পার্কারকে খুন করেন অরুণ গাউলি। এর পরেই অন্ধকার জগতে হাতেখড়ি দাউদের বোনের। ছবিতে ইসমাইলের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া।
Very excited to share the brand new poster of #HASEENAPARKAR releasing #18thAugust ❤ @ApoorvaLakhia @SiddhanthKapoor @AnkBhatia pic.twitter.com/dgmIHQIgL7
— Shraddha (@ShraddhaKapoor) July 14, 2017
এত দিন রোম্যান্টিক নায়িকার চরিত্রেই দেখা গিয়েছে শ্রদ্ধা কপূরকে। এ বার হাসিনা-র মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। শ্রদ্ধার কথায়, ‘‘প্রথমে অফারটা পেয়ে ভেবেছিলাম, এটা কি আমার করা উচিত? ছবিতে ১৫-৪৫ বছর বয়স পর্যন্ত আমাকে দেখানো হবে। ফলে অনেক লুক চেঞ্জ রয়েছে। এই প্রথম এমন একটা চরিত্রে অভিনয় করছি যাতে অনেক শেডস রয়েছে। সব মিলিয়ে খুব উত্তেজিত আমি।’’ ছবিটি মুক্তি পাবে আগামী অগস্টের মাঝামাঝি সময়ে। বি-টাউনের একটা বড় অংশের মতে, এ ছবিটি ২০১৭-এ সেরা বাজি হতে চলেছে।