Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
Short Film

মাঝ রাতে সাহিত্যিকের ঘরে অচেনা সুন্দরী মহিলা, কে সে?

সাহিত্যিক তখন এক মনে নিজের সৃষ্টিতে মগ্ন। আস্তে আস্তে সেই মহিলা খুব কাছে এগিয়ে এল। কী চায় সে?

ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের আগামী ছোট ছবি ‘ঊর্মিমালা’।

ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের আগামী ছোট ছবি ‘ঊর্মিমালা’।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৩:৩৩
Share: Save:

এক সাহিত্যিকের লেখনির বিষয় অতিবাস্তব জগৎ। সেখান থেকেই নিজের পছন্দ মতো কল্পিত চরিত্রের জন্ম দেন। তাঁর চোখে যদিও সব চরিত্র কাল্পনিক নয়। তারা নাকি জীবন্ত হয়ে সাহিত্যিকের কাছে আসে। তিনি হাসেন, কথাও বলেন নিজের সৃষ্টির সঙ্গে। আপনা থেকেই তারা মিলিয়েও যায়।

এক দিন মাঝ রাতে হঠাৎ এক সুন্দরী নারী সাহিত্যিকের ঘরে উপস্থিত। সাহিত্যিক তখন এক মনে নিজের সৃষ্টিতে মগ্ন। আস্তে আস্তে সেই মহিলা খুব কাছে এগিয়ে এল। কী চায় সে? কী তার নাম?

উত্তর লুকিয়ে ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের আগামী ছোট ছবি ‘ঊর্মিমালা’য়। ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন আশিস পাঠক, পিয়ালি ধর, শম্পা মুখোপাধ্যায়, সত্যচরণ সর্দার এবং গোকুল মল্লিক। কাহিনিকার ও প্রযোজক কেষ্ট মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE