নেশা। আর এই নেশাই নাকি প্রায় শেষ করে দিল অনুষ্কা শর্মাকে। হঠাত্ই এক ‘ভয়ানক’ নেশার কবলে পড়েছেন এই বলি নায়িকা। তাই কাজকর্ম তো শিকেয় উঠেছেই, এমনকী এমন অবস্থা আরও কিছুদিন চললে অসুস্থও হয়ে পড়তে পারেন। অন্তত এমনটাই আশঙ্কা তাঁর পরিজনের।
কিন্তু কী সেই নেশা?
মাদক?