Advertisement
২৪ মার্চ ২০২৩
Entertainment News

অগ্রিম টাকা নিয়েও গাইলেন না ইমন? ‘অপপ্রচার’, বললেন শিল্পী

ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

ইমন চক্রবর্তী। ছবি: ফেসবুকের সৌজন্যে।

ইমন চক্রবর্তী। ছবি: ফেসবুকের সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ১৯:১৫
Share: Save:

মালদহের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে তাঁর নামে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগ আনলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। যদিও পারিশ্রমিক হিসেবে অগ্রিম টাকা নিয়েও তিনি অনুষ্ঠানে অংশ নেননি বলে পাল্টা অভিযোগ এনেছেন সংগঠকেরা। এই নিয়ে তাঁর বিরুদ্ধে রীতিমতো অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইমন নিজেই।

Advertisement

ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর, গত ৪ জুন ‘উত্তরবঙ্গ সাহিত্য সংস্কৃতি উত্সব ২০১৭’-এ গান গাওয়ার কথা ছিল ইমনের। সেই অনুষ্ঠানের জন্য কিছু দিন আগে তাঁর সঙ্গে যোগাযোগ করেন ‘মালদা শিল্পী সংস্কৃতি মঞ্চ’-র আয়োজকেরা। শিল্পীর পারিশ্রমিকের ৫০ শতাংশ অ্যাডভান্স করাটাই ইন্ডাস্ট্রির সাধারণ রীতি, সেখানে মাত্র পাঁচ হাজার টাকা শিল্পীকে অগ্রিম দেন তাঁরা। যেটা তাঁর ও সহশিল্পীদের পারিশ্রমিকের তুলনায় অনেকটাই কম বলে জানিয়েছেন ইমন।

আরও পড়ুন, চৌরঙ্গি লেনে হাতেখড়ি মায়ের, ম্যাকলাস্কিগঞ্জে যাত্রা শুরু কঙ্কনার

Advertisement

ইমনের শো-এর কাজ দেখাশোনা করেন তাঁর মেসোমশাই শুভাশিস সেনগুপ্ত। শোয়ের দিন এগিয়ে আসায় তিনি একাধিক বার আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ইমন সোমবার বলেন, ‘‘অনুষ্ঠানের আগের দিন আয়োজকেরা কথা দেন, বাকি টাকা সন্ধের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে। এমনকী ট্রেনের টিকিট না পাঠাতে পারায় তাঁরা আমাকে গাড়িতে যেতে বলেন। সেই টাকাও দিয়ে দেওয়া হবে বলে কথা দেওয়া হয়। কিন্তু আয়োজকরা কোনও টাকাই পাঠাননি।’’ ইমনের আরও অভিযোগ, অনুষ্ঠানের দিন তিনি নিজে বার বার আয়োজকদের ফোন করেন। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এসএমএস করেও জবাব মেলেনি। তখন তিনি মালদহের ওই শো না করার সিদ্ধান্ত নেন। সেটা এসএমএস মারফত্ আয়োজকদের জানিয়ে দেন বলেও দাবি করেছেন ইমন।

ওই অনুষ্ঠানের পোস্টার।

এর পরেই ঘটনা অন্য দিকে মোড় নেয়। ইমনের কথায়: ‘‘অনুষ্ঠানে প্রথমে আয়োজকেরা দর্শকদের বলেন, ইমন জঙ্গিপুর পৌঁছে গিয়েছেন। একটু অপেক্ষা করুন। এসে যাবেন। কিছু ক্ষণ পরে তাঁরা ঘোষণা করেন, ইমন টাকা নিয়েছেন। কিন্তু শো করতে এলেন না। এই পুরো বিষয়টা ওখানে উপস্থিত আমার এক অনুরাগী আমাকে জানান। তার পরই আমি বাধ্য হয়ে ফেসবুক লাইভে আমার দর্শকদের কাছে সত্যিটা জানাই। তার পর বহু শিল্পী আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরাও ওই সংগঠনের উদ্যোগে কোনও অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছেন।’’

কিন্তু ইমনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন আয়োজকেরা। ‘মালদা শিল্পী সংস্কৃতি মঞ্চ’-র সম্পাদক মানস দাস সোমবার বলেন, ‘‘মালদহে আমাদের অনুষ্ঠানে গান করার জন্য মৌখিক ভাবে যে কথাবার্তা হয়েছিল সে হিসেবে আমরা আগেই পাঁচ হাজার টাকা ইমনকে অগ্রিম পাঠাই। বাকি টাকা মালদহে এলে উনি মঞ্চে ওঠার আগে দেওয়ার কথা ছিল। অ্যাডভান্স নেওয়ায় উনি আসতে দায়বদ্ধ। কিন্তু উনি আসেননি, বিশ্বাসভঙ্গ করলেন। ওঁনাকে কোনও ট্রেনের টিকিট পাঠানোর কথা ছিল না। উনি গাড়ি নিয়ে বাই রোড আসবেন বলে জানিয়েছিলেন। গতকাল মঞ্চ থেকে ঘোষক বিশেষ কারণবশত ইমন আসছেন না বলে ঘোষণা করেন। অন্য কোনও কথা বলা হয়নি।’’

ইমন গান গাইবেন বলে প্রচার করে নাকি ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি করেছিলেন আয়োজকেরা। এ প্রসঙ্গে মানসবাবু বলেন, ‘‘আমরা কোনও টিকিট বিক্রি করিনি। ডোনেশন নেওয়া হয়েছিল।’’ গোটা ঘটনা নিয়ে কি আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ইমন? গায়িকা বলেন, ‘‘সত্যি ঘটনাটা মানুষকে জানাতে চেয়েছিলাম। আমার নামে মিথ্যে রটনা কিছুতেই মেনে নিতে পারিনি। তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.