চলতি বছরের শুরুতে অভিনেত্রী পূজা বেদীর এনগেজমেন্ট হয়েছে উদ্যোগপতি মানেক কন্ট্রাক্টরের সঙ্গে। গোয়ায় দু’জনের ছুটি কাটানোর ছবি মাত করেছে ইন্টারনেট। মনের মানুষের সঙ্গে সমুদ্রযাপনের ছবি পূজা নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
এর আগে নয়ের দশকের গোড়ায় পূজা বিয়ে করেছিলেন ফারহান ফার্নিচারওয়ালাকে। ২০০৩ সালে ভেঙে যায় তাঁদের বিয়ে। এরপর মেয়ে আলাইয়া এবং ছেলে ওমরকে নিয়ে একাই থাকছিলেন পূজা। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ঊনপঞ্চাশ বছর বয়সি বিয়ে করতে চলেছেন মানেককে।
মানেকের সঙ্গে নিজের ছবিতেই ভর্তি পূজার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানেই তিনি শেয়ার করেছেন গোয়ার ছবি। এর আগে সেখানেই পূজা দিয়েছিলেন ভ্যালেন্টাইনস ডে উদযাপনের ছবিও। হট এয়ার বেলুনে ভাসমান অবস্থায় তাঁকে প্রোপোজ করেছিলেন মানেক। উত্তরে ‘হ্যাঁ’ বলতে দ্বিধা করেননি পূজা।