মুক্তি পেয়েছিল ২৮ এপ্রিল। এক মাস পেরিয়ে গেলেও এখনও বাহুবলী জ্বর থেকে বেরতে পারেননি সিনেপ্রেমীরা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও এখনও দাপিয়ে বেড়াচ্ছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। আর বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে এখন ভারতীয় সিনেমার ‘ফার্স্ট বয়’-এর তকমা পকেটে পুরেছেন প্রভাস। সমালোচকদের মতে, বহু ক্ষেত্রে বলিউডের তিন খানকেও টেক্কা দিচ্ছেন তিনি। এ বার পারিশ্রমিকের দৌড়েও তিন খানকে পিছনে ফেললেন প্রভাস। জানেন কি বাহুবলীর আকাশছোঁয়া সাফল্যের পর এখন কত টাকা নিচ্ছেন তিনি?
ঘনিষ্ঠ সূত্রে খবর, নতুন ছবির জন্য নাকি ৮০ কোটি টাকা চেয়েছেন প্রভাস! হ্যাঁ, ঠিকই শুনছেন। এই পরিমাণ টাকাই দাবি করেছেন স্বয়ং ‘বাহুবলী’।