এতদিন তাঁকে সকলে চিনতেন প্রীতি জিন্টা নামে। আত্মীয়, বন্ধু মহল হোক অথবা অসংখ্য অনুরাগী— বলি নায়িকা এই নামেই পরিচিত ছিলেন সকলের কাছে। কিন্তু হঠাত্ই নাম বদলের সিদ্ধান্ত নিলেন প্রীতি।
এখন থেকে প্রীতি নিজের নাম এবং পদবির মাঝে ‘জি’ অক্ষরটি ব্যবহার করবেন। অর্থাত্ তিনি হলেন প্রীতি ‘জি’ জিন্টা। কিন্তু কেন এই বদলের সিদ্ধান্ত?
প্রীতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিয়ের পর আমি ঠিক করি ‘জি’ শব্দটা আমার স্বামীর নামের থেকে নেব। একটা ‘জি’ আমার জন্য যথেষ্ট।’ প্রীতির স্বামীর নাম জেনে গুডএনাফ।
আরও পড়ুন, স্বমেহনের অভিনয়, ট্রোলিংয়ের জবাব দিলেন স্বরা
সম্প্রতি দিল্লির ব্যবসায়ী আনন্দ কে আহুজাকে বিয়ে করেছেন সোনম কপূর। তার পর থেকেই তিনিও নিজের নাম এবং পদবীর মধ্যে ‘কে’ অক্ষরটি ব্যবহার করছেন। কিন্তু বিয়ের দু’বছর পরে প্রীতি কেন এই সিদ্ধান্ত নিলেন তা অবশ্য খোলসা করেননি। 😘
After marriage I decided to take the G from my husbands name. One G is Goodenough for me 😘 Ting https://t.co/9j6rBdqpxi
— Preity G Zinta (@realpreityzinta) June 6, 2018
সম্প্রতি দিল্লির ব্যবসায়ী আনন্দ কে আহুজাকে বিয়ে করেছেন সোনম কপূর। তার পর থেকেই তিনিও নিজের নাম এবং পদবীর মধ্যে ‘কে’ অক্ষরটি ব্যবহার করছেন। কিন্তু বিয়ের দু’বছর পরে প্রীতি কেন এই সিদ্ধান্ত নিলেন তা অবশ্য খোলসা করেননি।