Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

মুক্তি পেল প্রিয়ঙ্কা চোপড়ার নতুন গানের অ্যালবাম

নায়িকার বিশ্বাস, মনের দিক থেকে ‘ইয়ং’ এবং ‘ফ্রি’ থাকলেই লড়াই করা সম্ভব। তাই প্রিয়ঙ্কা এই নতুন অ্যালবামের গান নয়া প্রজন্মকে উৎসর্গ করেছেন।

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: প্রিয়ঙ্কার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: প্রিয়ঙ্কার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ১৭:৪৬
Share: Save:

কয়েক দিন আগেই নিজের জন্মদিন কাটাতে মায়ানগরী মু্ম্বইয়ে ফিরেছিলেন। পরিবারের সঙ্গে ক’টা দিন ছুটি কাটিয়েই ফিরে গিয়েছেন মার্কিন মুলুকে। এক দিকে চলছে আগামী হলিউড ছবি ‘ইজ নট ইট রোম্যান্টিক’-এর কাজ। অন্য দিকে, চলছিল গায়িকা প্রিয়ঙ্কার অ্যালবাম রিলিজের শেষ মুহূর্তের প্রস্তুতি। নিজের নতুন সিঙ্গল অ্যালবাম ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ মুক্তির কথা জানিয়ে টুইট করলেন বলিউডের ‘জংলি বিল্লি’ প্রিয়ঙ্কা চোপড়া। অস্ট্রেলিয়ান ডিজে উইল স্পার্কস-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যালবাম প্রকাশ করলেন অভিনেত্রী। গায়িকা প্রিয়ঙ্কা জানিয়েছেন, জীবনের এক অচেনা সময়ে এই গান লিখেছিলেন তিনি। তাঁর বিশ্বাস, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানসিকতার বদল প্রয়োজন। মনের দিক থেকে ‘ইয়ং’ এবং ‘ফ্রি’ থাকলেই লড়াই করা সম্ভব। তাই তাঁর এই নতুন অ্যালবামের গান নয়া প্রজন্মকে উৎসর্গ করছেন তিনি।

আরও পড়ুন, বলিউডের নতুন ‘খলনায়ক’ সানি লিওন!

২০০৫-এ জন আব্রাহামের সঙ্গে ‘করম’ ছবিতে ‘তিনকা তিনকা’ গানটি গাইতে অস্বীকার করেছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু গানের প্রতি ঝোঁক থাকায় সেই সাধ মিটেছে ২০১২-এ মার্কিন মুলুকে। ‘ইন মাই সিটি’ নামের সিঙ্গল অ্যালবাম মুক্তি পাওয়ার পর লক্ষ লক্ষ হিট পেয়েছে। গানের সিডি বিক্রিতেও দুঁদে গায়ক-গায়িকাদের রীতিমতো টক্কর দিয়েছেন প্রিয়ঙ্কা। এর পর পিটবুলের সঙ্গে দ্বিতীয় অ্যালবাম ‘এক্সোটিক’ও তাই। সামনেই নাকি আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে গায়িকা প্রিয়ঙ্কার।

আরও পড়ুন, স্বাধীনতা দিবসে বলিউডের সেরা ৫ দেশাত্মবোধক গান

অল দ্য বেস্ট প্রিয়ঙ্কা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE