কলকাতার বাজারে মাত্র ৯০ টাকা দিলেই পাওয়া যাচ্ছে বলিউডের অফবিট নায়িকা রাধিকা আপ্তের ‘পর্ন ছবি’র ডিভিডি! খবরটা শুনে হয়তো অনেকেই চমকে উঠেছেন! পর্ন ছবি তা-ও আবার রাধিকা আপ্তের!
বছর কয়েক আগে ‘ছত্রাক’ ছবিতে অভিনেত্রী পাওলি দামের একটি নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল৷ ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়তে হয়েছিল ছবির নায়িকাকে। এ বার সেই একই ঘটনার শিকার হলেন রাধিকা৷ আসলে কোনও পর্ন ছবিতে অভিনয় না করেও ‘পর্ন ছবি’ হিসেবে বাজারে বিক্রি হচ্ছে রাধিকা আপ্তের সিডি ও ডিভিডি৷
আসল ঘটনা হল, পরিচালক লীনা যাদবের ছবি ‘পার্চড’-এর একটি ‘আনকাট’ ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ‘পার্চড’ ছবিটির অন্যতম প্রযোজক অজয় দেবগন।