Advertisement
০৫ ডিসেম্বর ২০২৪
Entertainment News

ফের সঞ্জয় দত্তের বায়োপিক, এ বার কারিগর রামগোপাল

শোনা যাচ্ছে, ‘সঞ্জু’ দেখে নাকি একেবারেই পছন্দ হয়নি রামগোপালের। সে কারণেই তিনি ফের সঞ্জয় দত্তের বায়োপিক তৈরি করতে চান। এখনও পর্যন্ত সেই ছবির নাম ঠিক হয়েছে ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’।

‘সঞ্জ’-র দৃশ্যে রণবীর কপূর এবং রামগোপাল বর্মা।

‘সঞ্জ’-র দৃশ্যে রণবীর কপূর এবং রামগোপাল বর্মা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ১৩:১৬
Share: Save:

রাজকুমার হিরানির ‘সঞ্জু’ ইতিমধ্যেই বক্স অফিসে ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। রণবীরের অভিনয় প্রায় সব মহলেই প্রশংসিত। কিন্তু ছবিটির বিভিন্ন অসঙ্গতি প্রকাশ্যে এনেছে বলিউড। সে জন্য সমালোচনাও হয়েছে। আর তার পরিমাণ এতটাই যে, ফের সঞ্জয় দত্তের বায়োপিক তৈরি হতে চলেছে বলিউডে। আর এ বার নাকি তার কারিগর রামগোপাল বর্মা

শোনা যাচ্ছে, ‘সঞ্জু’ দেখে নাকি একেবারেই পছন্দ হয়নি রামগোপালের। সে কারণেই তিনি ফের সঞ্জয় দত্তের বায়োপিক তৈরি করতে চান। এখনও পর্যন্ত সেই ছবির নাম ঠিক হয়েছে ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’।

‘সঞ্জু’র কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে? বলি মহলের একটা বড় অংশের মতে, সঞ্জয় দত্তের জীবনের অনেক অংশ এই ছবিতে দেখানো হয়নি। বিভিন্ন ঘটনায় তাঁকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা হয়েছে। তাঁর প্রথম স্ত্রী রিচা শর্মা, দ্বিতীয় স্ত্রী রিহা পিল্লাই এবংপ্রথম সন্তান ত্রিশলার কোনও উল্লেখ নেই হিরানির ছবিতে।

আরও পড়ুন, সানি লিওনের বায়োপিকে ‘কউর’ ব্যবহারে আপত্তি

মুম্বই মিররকে সম্প্রতি রামগোপাল বলেন, “হ্যাঁ, আমি এই ছবিটা তৈরি করছি।” কী ভাবে সঞ্জয়ের কাছে আগ্নেয়াস্ত্র এল, তা নাকি নিজের ছবিতে আরও স্পষ্ট করে দেখাতে চান রামগোপাল। সূত্রের খবর, এই নতুন ছবিতে সামনে আসতে পারে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই ছবিটি নিয়ে রিসার্চ শুরু করেছেন রামগোপাল। তবে সঞ্জয় দত্তের ভূমিকায় কোন অভিনেতা থাকবেন তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক।

অন্য বিষয়গুলি:

Ram Gopal Varma Hindi Film Bollywood celebrities রামগোপাল বর্মা Sanju Rajkumar Hirani Sanjay Dutt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy