শুটিং ফ্লোরে বলিউডের এক প্রবীণ অভিনেতা চড় মারলেন রণবীর সিংহকে! তা-ও আবার এক বার, দু’বার নয়, পর পর ২৪ বার! রণবীর টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন।
কিন্তু হঠাত্ এ ভাবে রণবীরকে চড় মারলেন কেন ওই অভিনেতা?
আসল ঘটনা খোলসা করে বলা যাক। কাণ্ডটা ঘটেছে, সঞ্জয় লীলা ভংশালীর নতুন ছবি ‘পদ্মাবতী’র শ্যুটিং সেটে। অভিনেতা রাজা মুরাদের সঙ্গে একটি দৃশ্যের শট দিচ্ছিলেন রণবীর৷ পরিচালক সঞ্জয়ও উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। না, সেখানে কোনও ঝামেলা-অশান্তি হয়নি।