না! এই ছবি আদিরার তো বটেই। তবে তার পায়ের ছবি।
৯ ডিসেম্বর ২০১৫। মেয়ের মা হয়েছেন রানি মুখোপাধ্যায়। ছোট্ট আদিরা এখন চোপড়া পরিবারের প্রধান সেলিব্রিটি। যদিও এখন সেই সেলেবের কোনও ছবি প্রকাশ্যে আসেনি। তবে মেয়ের পায়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন রানি। আর তাতেই হইচই শুরু হয়েছে ওয়েব দুনিয়ায়। ইনস্টাগ্রামে শেয়ার করার পরই সে ছবি চুটিয়ে দেখেছেন রানির অনুরাগীরা। আপাতত মেয়েকে নিয়ে প্যারিসে ছুটি কাটাচ্ছেন রানি-আদিরা।