Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৯ অক্টোবর ২০২১ ই-পেপার

রূপম-তন্ময় যুগলবন্দি

স্বর্ণাভ দেব
১৩ জুন ২০১৮ ০০:৩৪
রূপম-তন্ময়। ছবি: সুদীপ্ত চন্দ।

রূপম-তন্ময়। ছবি: সুদীপ্ত চন্দ।

নববর্ষে প্রকাশিত হয়েছিল রূপম ইসলামের অ্যালবামের প্রথম গান ‘আমি তোমায় ভালবাসি’র প্রথম ভাগ। তার পরে সেই গানের দ্বিতীয় ভাগও মন জয় করেছে শ্রোতাদের। ইদে মুক্তি পেতে চলেছে অ্যালবামের তৃতীয় গান ‘গানের জন্ম’। অনেক শ্রোতাই রূপমের একক অনুষ্ঠানে গানটি শুনেছেন। সেই গানটিই নতুন আঙ্গিকে প্রকাশ করতে চলেছেন রূপম। চমক হিসেবে থাকছে তন্ময় বসুর অন্তর্ভুক্তি। একটি টেলিভিশন শোয়ে তন্ময়-রূপম কাজ করলেও এই প্রথম গান তৈরি করেছেন তাঁরা।

রূপম বললেন, ‘‘বরাবরই আমি তন্ময়দার কাজের ভক্ত। ওঁর কাজ আন্তর্জাতিক।’’ রূপমের ইচ্ছের সলতে পাকানো শুরু হয় মাস তিনেক আগে তন্ময়ের বাড়িতে। ‘‘এ ক্ষেত্রে আমাকে সাহায্য করেছে ‘রূপম একক’ অনুষ্ঠানটি। একটি নির্দিষ্ট জঁরের বাইরেও যে আমি গান তৈরি করতে পারি, সেটাই প্রতিষ্ঠিত হয়েছে আমার একক অনুষ্ঠানের মাঝে,’’ বললেন রূপম। পাশ থেকে তন্ময় জানান, অনেক শিল্পীরই কমফর্ট জ়োন থেকে বেরোনোর একটা জ্বালা রয়েছে। রূপমের মধ্যেও সেই জ্বালা রয়েছে।

রূপমের ‘গানের জন্ম’-র স্ক্র্যাচ নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেন তন্ময়। এই গানটির জন্য বিভিন্ন দেশের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছেন তন্ময়। আফ্রিকান ওয়াটার ড্রাম, থান্ডার ড্রাম, টিবেটিয়ান বোল, ইয়ো ইয়ো, উদুর মতো যন্ত্রের পাশাপাশি তবলাও ব্যবহার করেছেন তিনি। গানের মিউজ়িক ভিডিয়ো প্রকাশিত হবে চলতি মাসের শেষের দিকে।

Advertisement

এই গান মিলিয়ে দিল ‘ফসিলস’ ও ‘ক্যাকটাস’-এর মতো দুই বাংলা ব্যান্ডকে। ‘গানের জন্ম’তে মিউজ়িক অ্যারেঞ্জমেন্ট করেছেন সুগত। এই গানটি নিয়ে কাজ করার মাঝেই ‘ক্যাকটাস’-এ যোগ দেন তিনি। অ্যালবামের নাম ঠিক হয়নি। তবে জুলাইয়ে মুক্তি পাবে ‘মহানগরের কিনারে’। তা নিয়ে মুখ খুলতে চাইলেন না রূপম। অগস্ট মাসে পঞ্চম গানটির সঙ্গেই মুক্তি পাবে পূর্ণাঙ্গ অ্যালবাম।Tags:
Tanmoy Bose Rupam Islam Bengali Songরূপম ইসলাম

আরও পড়ুন

Advertisement