বাবার থেকে ছেলে বেশি জনপ্রিয়। অন্তত সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম খানের ক্ষেত্রে এ কথাটা একটি ক্ষেত্রে হয়তো সত্যি।
আরও পড়ুন, আসছে ‘বিলু রাক্ষস’, দেখুন ট্রেলার
এখনও বলি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি না নিলেও স্টার কিড হিসেবে প্রবল জনপ্রিয় ইব্রাহিম আলি খান পতৌদি। সম্প্রতি নিউ ইয়র্কে তোলা ইব্রাহিমের একটি ভিডিও ট্রেন্ডিং হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে বিছানায় আধ শোয়া হয়ে রয়েছেন ইব্রাহিম। ছবিটি ঘুম কেড়েছে অনেক অনুরাগীর।
ঠিক এখানেই বাবার থেকে এগিয়ে ইব্রাহিম। ভাবুন তো সইফ কি এই বয়সে এতটা জনপ্রিয় হয়েছিলেন? সইফের কেরিয়ারের প্রথম দিকের ছবি ‘আশিক আওয়ারা’ অথবা ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ও তো সেভাবে দাগ কাটতে পারেনি দর্শকের মনে। বরং পরিণত বয়সে সইফ বেশি জনপ্রিয় হয়েছেন। কিন্তু ইব্রাহিম এখন থেকেই ওয়েব ওয়ার্ল্ডের ফোকাসে। 🌞
🌞