Advertisement
E-Paper

পুজোর সাজে তৈরি সায়ন্তিকা, কী বার্তা দিলেন ষষ্ঠীতে?

শাড়ি বরাবরই সায়ন্তিকার প্রিয় পোশাক। বছরভর অন্য পোশাকে সাজলেও পুজো মানেই কোথাও শাড়ির সাজ। অন্তত এমনটাই মনে করেন অভিনেত্রী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৫:৩৬
সনাতনী সাজে সায়ন্তিকা। ছবি: সায়ন্তিকার ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

সনাতনী সাজে সায়ন্তিকা। ছবি: সায়ন্তিকার ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

জড়ি পাড় হট পিঙ্ক শাড়ি। সঙ্গে মানাসই ব্লাউজ। লম্বা কানের দুল। খোঁপায় ফুলের সাজ। পুজোর জন্য একেবারে তৈরি অভিনেত্রী সায়ন্তিকা।

এ ভাবেই সনাতনী সাজে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সায়ন্তিকা। তাঁর অনুরাগীদের ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন।

শাড়ি বরাবরই সায়ন্তিকার প্রিয় পোশাক। বছরভর অন্য পোশাকে সাজলেও পুজো মানেই কোথাও শাড়ির সাজ। অন্তত এমনটাই মনে করেন অভিনেত্রী। বছরভর কোনও সিনেমার চরিত্রের লুকে দেখা যায় তাঁকে। অথবা ক্যাজুয়াল। কিন্তু পুজো মানে এথনিক লুক।

আরও পড়ুন, কী ভাবে বনির ‘গার্লফ্রেন্ড’ হলেন কৌশানী?

শরীরচর্চা সায়ন্তিকার প্রিয় অভ্যাস। নিজেকে ফিট রাখতে পছন্দ করেন তিনি। ফলে ডায়েট মেনে চলেন। কিন্তু পুজোতে সে নিয়মের ব্যতিক্রম হবে বইকি। তবে চিন্তা নেই। জিমে একটু বেশিক্ষণ সময় দিয়ে পুজোর পর ফের চেনা রুটিনে ফিরবেন তিনি।

সকলকে মহা ষষ্ঠীর শুভেচ্ছা | Stylist: @rabhisek Makeup artist: @abhishek1931 Hair by: @sahasantoshi Saree: @saarangsareeskolkata Accessories: @rabhisek Social Media partner: #PSSEntertainment Team Sayantika: Amit, Suraj and Gautam #AmarPujo #BiswaPujo #DurgaPujo2018 #MahaSasthi

A post shared by Sayantika Banerjee (@iamsayantikabanerjee) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

Sayantika Banerjee Tollywood Celebrities Video Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy