জড়ি পাড় হট পিঙ্ক শাড়ি। সঙ্গে মানাসই ব্লাউজ। লম্বা কানের দুল। খোঁপায় ফুলের সাজ। পুজোর জন্য একেবারে তৈরি অভিনেত্রী সায়ন্তিকা।
এ ভাবেই সনাতনী সাজে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সায়ন্তিকা। তাঁর অনুরাগীদের ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন।
শাড়ি বরাবরই সায়ন্তিকার প্রিয় পোশাক। বছরভর অন্য পোশাকে সাজলেও পুজো মানেই কোথাও শাড়ির সাজ। অন্তত এমনটাই মনে করেন অভিনেত্রী। বছরভর কোনও সিনেমার চরিত্রের লুকে দেখা যায় তাঁকে। অথবা ক্যাজুয়াল। কিন্তু পুজো মানে এথনিক লুক।
আরও পড়ুন, কী ভাবে বনির ‘গার্লফ্রেন্ড’ হলেন কৌশানী?
শরীরচর্চা সায়ন্তিকার প্রিয় অভ্যাস। নিজেকে ফিট রাখতে পছন্দ করেন তিনি। ফলে ডায়েট মেনে চলেন। কিন্তু পুজোতে সে নিয়মের ব্যতিক্রম হবে বইকি। তবে চিন্তা নেই। জিমে একটু বেশিক্ষণ সময় দিয়ে পুজোর পর ফের চেনা রুটিনে ফিরবেন তিনি।
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)