Advertisement
১০ নভেম্বর ২০২৪
Entertainment News

ছবি দেখে চিনতে পারছেন এঁরা কোন সেলিব্রিটি?

ইদানীং সোশ্যাল সাইটে নিজেদের ছবি দিয়ে মনের কথাও শেয়ার করেন তারকারা। বলিউড থেকে টলিউড— ট্রেন্ড কিন্তু অনেকটাই এক। এক ঝলকে দেখে নিন এই ছবিগুলি। চিনতে পারছেন কোনটা কে? চিল্ড্রেন্স ডে স্পেশাল এই অ্যালবাম দেখুন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ১৪:২৭
Share: Save:
০১ ০৮
জন্মাষ্টমীর দিন এই বিশেষ ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। কে বলুন তো? গয়না পরে, মাথায় পালক লাগিয়ে ইনি হলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। চিনতে পারছেন?

জন্মাষ্টমীর দিন এই বিশেষ ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। কে বলুন তো? গয়না পরে, মাথায় পালক লাগিয়ে ইনি হলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। চিনতে পারছেন?

০২ ০৮
কালো ড্রেসে এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? নিজের ইনস্টাগ্রাম পেজে এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘বচপন’। ইনি ‘দঙ্গল’ খ্যাত ফতিমা সানা শেখ।

কালো ড্রেসে এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? নিজের ইনস্টাগ্রাম পেজে এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘বচপন’। ইনি ‘দঙ্গল’ খ্যাত ফতিমা সানা শেখ।

০৩ ০৮
গোলাপি-সোনালি ফ্রক পরা ছোট্ট এই মেয়েকে দেখে সহজে কী চেনা যায়! টোল পড়া হাসিটা দেখে হয়তো চিনে ফেলতে পারেন। সবার কাছে যাঁর পরিচয় বলিউডের ‘ব্ল্যাক বিউটি’ বলে। সেই বিপাশা বসুর ছোটবেলার ছবি এটি।

গোলাপি-সোনালি ফ্রক পরা ছোট্ট এই মেয়েকে দেখে সহজে কী চেনা যায়! টোল পড়া হাসিটা দেখে হয়তো চিনে ফেলতে পারেন। সবার কাছে যাঁর পরিচয় বলিউডের ‘ব্ল্যাক বিউটি’ বলে। সেই বিপাশা বসুর ছোটবেলার ছবি এটি।

০৪ ০৮
নয় মাস বয়সের এই ছবিটি কার হতে পারে? কিছুদিন আগে ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘শেষ পর্যন্ত এই ছবির মতোই প্রাণখুলে হাসতে পারছি।’ তাহলে বুঝতেই পারছেন ছবিটি কার? ‘দিল হ্যায় কি মানতা নেহি’র সেই পূজা ভট্টের।

নয় মাস বয়সের এই ছবিটি কার হতে পারে? কিছুদিন আগে ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘শেষ পর্যন্ত এই ছবির মতোই প্রাণখুলে হাসতে পারছি।’ তাহলে বুঝতেই পারছেন ছবিটি কার? ‘দিল হ্যায় কি মানতা নেহি’র সেই পূজা ভট্টের।

০৫ ০৮
রাখির দিন দিদি শ্বেতার সঙ্গে নিজের এই ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন অভিষেক বচ্চন। অভিষেকের থেকে শ্বেতা ঠিক দু’বছরের বড়। ছোট থেকেই নাকি তাঁদের খুনসুটির সম্পর্ক। তবে ভাইকে আগলে রাখতে শ্বেতার নাকি জুড়ি মেলা ভার।

রাখির দিন দিদি শ্বেতার সঙ্গে নিজের এই ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন অভিষেক বচ্চন। অভিষেকের থেকে শ্বেতা ঠিক দু’বছরের বড়। ছোট থেকেই নাকি তাঁদের খুনসুটির সম্পর্ক। তবে ভাইকে আগলে রাখতে শ্বেতার নাকি জুড়ি মেলা ভার।

০৬ ০৮
জহর টুপি ও শেরওয়ানি পরা ছোটবেলার ছবিটা দেখে কি চিনতে পারছেন! নিজেই ছবিটি শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এটিও অভিষেক বচ্চনের ছবি।

জহর টুপি ও শেরওয়ানি পরা ছোটবেলার ছবিটা দেখে কি চিনতে পারছেন! নিজেই ছবিটি শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এটিও অভিষেক বচ্চনের ছবি।

০৭ ০৮
মা-এর সঙ্গে নাচের ছবি। অভিনেত্রী ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘‘এই বিশ্বে তাঁর দেখা সবচেয়ে শক্তিশালী মহিলা।’’ ছবিটি পাওয়া গিয়েছে ক্যাটরিনা কইফের ইনস্টাগ্রাম পেজে।

মা-এর সঙ্গে নাচের ছবি। অভিনেত্রী ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘‘এই বিশ্বে তাঁর দেখা সবচেয়ে শক্তিশালী মহিলা।’’ ছবিটি পাওয়া গিয়েছে ক্যাটরিনা কইফের ইনস্টাগ্রাম পেজে।

০৮ ০৮
ছোটবেলা থেকেই ‘হ্যান্ডসাম’। ভাই সোহেল খানের সঙ্গে বসে রয়েছেন ছোট্ট সলমন খান। ছবিটি দেখে চিনতে পারছেন, ইনি হলেন বলিউডের ‘ভাইজান’।

ছোটবেলা থেকেই ‘হ্যান্ডসাম’। ভাই সোহেল খানের সঙ্গে বসে রয়েছেন ছোট্ট সলমন খান। ছবিটি দেখে চিনতে পারছেন, ইনি হলেন বলিউডের ‘ভাইজান’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE