একটা ক্লিক। সেটাকে পোস্ট করেই একটা ক্যাপশন, ‘গর্জাস’! তার পর লাইকের বন্যা।
‘গর্জাস’-ই বটে! দুই নায়িকার এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তাই ভাইরাল। গত নয় ঘণ্টায় লাইকের সংখ্যাটা প্রায় চার লাখের কোটা ছুঁয়েছে।
এমনিতেই ইনস্টাগ্রাম সেলেবদের বেশ পছন্দের সোশ্যাল মিডিয়া। নিজেদের নানা মুহূর্তকে ফ্রেমবন্দি করে ফ্যানদের সঙ্গে শেয়ার করার জন্য এটাই তাঁদের কাছে অন্যতম সেরা প্ল্যাটফর্ম। নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতে হাঁটতে তাই সোনম কপূর ও অনুষ্কা শর্মাও বাদ গেলেন না।
আরও পড়ুন, কর্ণ ও নিশার জীবনে নতুন অতিথি, দেখেছেন?
তবে ব্যাপারটা ঠিক হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা, আর তার পর সেলফি তুলে পোস্ট নয়। গল্পটা একটু অন্য রকম।
আসলে সঞ্জয় দত্ত-র বায়োপিকে রণবীর কপূরের সঙ্গে অভিনয় করছেন সোনম-অনুষ্কা। আপাতত শুটিং চলছে নিউ ইয়র্কে। শুটিংয়ের ফাঁকেই আড্ডায় মেতেছিলেন দুই সহচরী। পিএনপিসি করতে করতেই সেলফি তোলার ইচ্ছে হয়েছিল হয়তো অনুষ্কার! আর দেরি কীসের! যেমন ভাবনা, তেমন কাজ।
💜😘
💜😘
একটা ক্লিক। একটা পোস্ট। ‘গর্জাস’!