Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সলমন-কাণ্ডে অভিজিতের টুইটে বিতর্কের ঝড়

১৩ বছর পরে সাজা পেয়েও জেলের শাস্তি আপাতত দু’দিনের জন্য ঠেকালেন সলমন খান। গোটা দেশের নজর এখন এ দিকে। ফেসবুক থেকে টুইটারের দেওয়াল ভরে যাচ্ছে সলমনের মুক্তির সমর্থন বার্তায়। কিন্তু সলমনের সমর্থনে গায়ক অভিজিৎ যে টুইট করেছেন তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ১৯:১৭
Share: Save:

১৩ বছর পরে সাজা পেয়েও জেলের শাস্তি আপাতত দু’দিনের জন্য ঠেকালেন সলমন খান। গোটা দেশের নজর এখন এ দিকে। ফেসবুক থেকে টুইটারের দেওয়াল ভরে যাচ্ছে সলমনের মুক্তির সমর্থন বার্তায়। কিন্তু সলমনের সমর্থনে গায়ক অভিজিৎ যে টুইট করেছেন তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিজিৎ টুইটে বলেছেন— কুত্তা রোড পে সোয়েগা। কুত্তেকি মৎ মরেগা, রোডস গরিব কে বাপ কী নহী হ্যায় আই ওয়াজ হোমলেস অ্যান ইয়ার নেভার স্লেপ্ট অন রোড, রোডস আর মিন্ট ফর কারস অ্যান্ড ডগস নট ফর পিপল স্লিপিং অন দেম...’ এই টুইট নিয়ে ভয়ঙ্কর সমালোচনার মুখোমুখি হয়েছেন গায়ক অভিজিৎ। এক জন সংবেদনশীল গায়ক হিসেবে রাস্তায় জীবন কাটানো অগুণতি মানুষকে কেমন করে এ রকম নির্দয় ভাবে আক্রমণ করলেন তিনি, তা নিয়ে উত্তাল গোটা বিশ্ব।

কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র কাছে এই মন্তব্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘সলমন খানের পাশে সবাই আছি আমরা। কারণ এই মৃত্যু অনিচ্ছাকৃত। কিন্তু তাই বলে নিরপরাধ মানুষকে এমন ভাবে আক্রমণ করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।’’ সোনাক্ষী সিংহ টুইটে বলেছেন, ‘‘আমি আমার বন্ধুকে সমর্থন করি। কিন্তু আমি কখনওই এ ধরনের অনুভূতিহীন নঞর্থক বক্তব্যকে সমর্থন করি না। অভিজিৎ স্যার, প্লিজ আপনার এই বক্তব্যে আমাকে ট্যাগ করবেন না।’’

সলমনের দাদা আরবাজ খান অভিজিতের এই টুইট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। উল্টো দিকে অভিজিতের অগুণতি ফ্যানও এই টুইট-এর জন্য অভিজিতের গান শোনা বন্ধ করবেন বলে ফেসবুক, টুইটারে মন্তব্য করে চলেছেন। সলমনের জামিন পাওয়া উচিত কি উচিত নয়, এই বিতর্ক থেকে সরে এসে গায়ক অভিজিতের মন্তব্য কতটা অমানবিক এই নতুন বিতর্কের ঝড়ে মেতেছে সোশ্যাল মিডিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE