তাঁর ফেরা শুধুই সময়ের অপেক্ষা। নিজের কিছু বাহ্যিক পরিবর্তন ঘটাবেন। শ্রীরামকৃষ্ণদেবের চরিত্রের পরত ছেড়ে বেরোবেন। তার পরেই নাকি ফের ছোট পর্দায় দাপিয়ে বেড়াবেন ‘ছোট ঠাকুর’ ওরফে সৌরভ সাহা। সেই কারণেই নাকি শুক্রবার ঠাকুরের ১৮৬তম জন্মদিনে তাঁর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির অভিনেতা।
সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ছোট পর্দার ‘ছোট ঠাকুর’-এর সঙ্গে। তিনি নতুন কাজের কথা এড়িয়ে গিয়েছেন। অভিনেতা বলেছেন, ‘‘শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা পেলাম। তার জন্য ধন্যবাদ ওঁর প্রাপ্য। সেটাই জানাতে গিয়েছিলাম।’’ রসিকতাও করেছেন, জন্মদিনে ‘বার্থডে বয়’কে শুভেচ্ছা না জানালে হয়! তাঁর দক্ষিণেশ্বরে যাওয়ার এটিও নাকি একটি কারণ।