বিয়ের পর শ্রাবন্তীর এটাই ছিল প্রথম দোল। রঙের উত্সবে স্বামী কৃষণের সঙ্গে মেতেছিলেন নায়িকা। এমনিতেই রঙিন থাকতে পছন্দ করেন। পছন্দ রং খেলাও। মনের মতো আবিরে কৃষণকে রাঙিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল ছেলে ঝিনুকও। সব মিলিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটছে তাঁর বসন্ত। শুধু তো রং খেললেই হবে না, পোজ দিয়ে ছবি তোলাও চাই। সে ছবি তোলাও হল। শেয়ারও হল সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে খুব খুশি নায়িকার ভক্তরা।