Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Srabanti Chatterjee

Srabanti-Roshan: দাম্পত্য বাঁচাতে আদালতে হাজির রোশন, সমন গ্রহণ করেও এলেন না শ্রাবন্তী

বধূ ফিরিয়ে আনার আইনের ভিত্তিতে আদালত অভিনেত্রীকে সমন পাঠিয়েছিল। সেই সমনের ভিত্তিতে ১৪ জুলাই আদালতে আসার কথা ছিল শ্রাবন্তীর

রোশন সিংহ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

রোশন সিংহ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ১২:৫০
Share: Save:

অভিনেত্রী স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বধূ ফিরিয়ে আনার মামলা করেছিলেন স্বামী রোশন সিংহ। রোশন জানিয়েছি্লেন, তিনি শ্রাবন্তীর সঙ্গে সাংসার করতে চান বলেই মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই মামলায় হাজিরার জন্য সমন গ্রহণ করেও বুধবার আদালতে এলেন না শ্রাবন্তী। কেন, জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। সাড়া মেলেনি।

রোশনের করা মামলার ভিত্তিতে আদালত শ্রাবন্তীকে একটি সমন পাঠিয়েছিল। তাতে বলা হয়েছিল, তাঁর বক্তব্য পেশ করার জন্য শ্রাবন্তী যেন ১৪ জুলাই, বুধবার শিয়ালদহ কোর্টে উপস্থিত থাকেন। শ্রাবন্তী গত ১৮ জুন ওই সমন গ্রহণ করেছিলেন। কিন্তু বুধবার আদালতে তিনি উপস্থিত হননি।

মামলার বিষয়ে বিশদে জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল শ্রাবন্তীর স্বামী রোশনের আইনজীবী শ্যামল মণ্ডলের সঙ্গে। রোশনের আইনজীবী বলেন, ‘‘সমন গ্রহণ করেও শ্রাবন্তী আসেননি। এখন কার্যত লকডাউন চলছে। বিভিন্ন বিধিনিষেধ এবং কড়াকড়ি রয়েছে। সে কথা মাথায় রেখে আদালত অন্য আরেকটি দিনে শ্রাবন্তীকে উপস্থিত হতে বলেছে।’’ এই মামলায় শ্রাবন্তীর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ? প্রশ্নের জবাবে রোশনের আইনজীবী জানান, শ্রাবন্তীর তরফে ওই সম্পর্ক ঘিরে রোশনের বিরুদ্ধে কোনও অভিযোগ যাতে না আসে, সে কথা মাথায় রেখেই বধূ ফিরিয়ে আনার মামলা করা হয়েছিল। পাশাপাশি, রোশনও অতীত ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাইছেন। তিনি বিবাহবিচ্ছেদ চাইছেন না।

কিন্তু আদালতের ডাকে নির্ধারিত দিনে শ্রাবন্তী উপস্থিত না হলে কী হবে?

রোশনের আইনজীবী জানান, মামলায় বধূর বক্তব্য শোনার জন্য আদালত আরও একটি দিন দিয়েছে। সে দিনও শ্রাবন্তী না এলে একতরফা শুনানি হবে। আদালত আইন অনুযায়ী রায় দিয়ে জানাতে পারে, রোশন শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে পারবেন। কিন্তু আদালতের ‘একতরফা’ শুনানিতে তেমন কোনও রায় দিলে তা কি মেনে নেবেন শ্রাবন্তী? নাকি আদালতের নির্দেশে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানাবেন?

এর জবাব কোনও পক্ষেরই জানা নেই। ফলে আপাতত সময়ের অপেক্ষা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tollywood Srabanti Chatterjee Roshan Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE