Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

তদন্ত শেষ, দুবাই থেকে ফিরছে শ্রীদেবীর দেহ

দুবাই প্রশাসন সূত্রে এ দিন স্থানীয় সময় দুপুর সওয়া তিনটে নাগাদ টুইট করে জানানো হয়, সরকারি আইনজীবীর অফিস সিদ্ধান্ত নিয়েছে, পারিপার্শ্বিক সমস্ত দিক খতিয়ে দেখে মঙ্গলবারই শ্রীদেবীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

শ্রীদেবী।— ফাইল চিত্র।

শ্রীদেবী।— ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৪
Share: Save:

দীর্ঘ টানাপড়েন শেষে ছাড়পত্র মিলল। অবশেষে দেশে ফিরছে অভিনেত্রী শ্রীদেবীর দেহ।

গত শনিবার রাতে দুবাইয়ের জুমেইরা এমিরেটস টাওয়ার্স হোটেলে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় শ্রীদেবীকে। এর পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, অনেক আগেই মৃত্যু হয়েছে তাঁর। এর পর ময়নাতদন্ত এবং প্রয়োজনীয় তদন্তের পর মঙ্গলবার দুপুরে শ্রীদেবীর পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়া হয়। এ দিন রাতেই মুম্বই ফিরবে নায়িকার দেহ।

দুবাই প্রশাসন সূত্রে এ দিন স্থানীয় সময় দুপুর সওয়া তিনটে নাগাদ টুইট করে জানানো হয়, সরকারি আইনজীবীর অফিস সিদ্ধান্ত নিয়েছে, পারিপার্শ্বিক সমস্ত দিক খতিয়ে দেখে মঙ্গলবারই শ্রীদেবীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এর পর বিকেল পৌনে চারটে নাগাদ জানানো হয়, এই সংক্রান্ত সমস্ত তদন্ত শেষ হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মামলা। শীঘ্রই দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এর পর তা তুলেও দেওয়া হয়।

শ্রীদেবীর দেহ এ দেশে বিশেষ বিমানে নিয়ে আসার জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন ছিল। সে জন্য ঘণ্টা দেড়েক সময় লাগবে বলে জানায় দুবাইয়ের সংবাদপত্র খালিজ টাইমস। সব ঠিকঠাক থাকলে এ দিন রাত সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে শ্রীদেবীর দেহ এসে মুম্বই পৌঁছবে।

আরও পড়ুন
শ্রীদেবীর মৃত্যু, কী বলছেন প্রাক্তন পুলিশকর্তারা

শনিবার রাতে অচৈতন্য শ্রীদেবীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে শ্রীদেবীর। কিন্তু, পরে ময়নাতদন্ত এবং ফরেন্সিক পরীক্ষানিরীক্ষার রিপোর্টে বলা হয়, আকস্মিক ভাবে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। এর পরেই জটিলতা বাড়ে। শ্রীদেবীর দেহ তাঁর পরিবারের হাতে না তুলে দিয়ে গোটা মামলাটি সরকারি আইনজীবীর হাতে সঁপে দেয় দুবাই পুলিশ। প্রায় তিন ধরে শ্রীদেবীর দেহ মর্গেই ছিল।

আরও পড়ুন
বাথটাবে ডুবে শ্রীদেবীর মৃত্যু! রক্তে মিলল অ্যালকোহল?

রিপোর্ট প্রকাশ্যে আসার পর সোমবার সারা দিন জল্পনা চলতে থাকে, কী ভাবে মারা গিয়েছেন শ্রীদেবী? তাঁর মৃত্যুর ঘটনায় কি কোনও রহস্য রয়েছে? পারিপার্শ্বিক বিষয়গুলি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়। পরে এ দিন দুপুরে সেই মামলা বন্ধ করে জানিয়ে দেওয়া হয়, শ্রীদেবীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সেই মতো এ দিন বিকেলে তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। রাতেই মুম্বই পৌঁছবে দেহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE