Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ জানুয়ারি ২০২২ ই-পেপার

ইতালির বিচে শুভশ্রীর ছবি ভাইরাল!

নিজস্ব প্রতিবেদন
১৫ অগস্ট ২০১৬ ১৫:১৭
না! এটা সেই ছবি নয়। এটি একটি তামিল ছবির শুটিংয়।— ফাইল চিত্র।

না! এটা সেই ছবি নয়। এটি একটি তামিল ছবির শুটিংয়।— ফাইল চিত্র।

সে দিন কোনও শুটিং ছিল না। সে দিন ইউনিটের কেউ তাড়া দেয়নি। তাই নিজের খেয়ালে বিচে সময় কাটাচ্ছিলেন তিনি। সাদা টি-শার্ট আর লো-ওয়েস্ট জিনসে্ ফ্রেমবন্দিও হলেন। সে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল। তিনি শুভশ্রী। ইতালির বিচে তাঁর একান্ত কিছু মুহূর্ত এখন ওয়েব ওয়ার্ল্ডে চর্চার বিষয়।

‘বস’ ছবির পর আবার একসঙ্গে জুটিতে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে জিৎ-শুভশ্রীকে। সৌজন্যে পরিচালক রাজ চক্রবর্তীর ছবি ‘অভিমান’। সঙ্গে আছেন সায়ন্তিকাও। আপাতত শুটিং চলছে ইতালিতে। সেখানেই ছুটির মুডে ধরা দিলেন নায়িকা।

শুভশ্রী নিজেই শেয়ার করেছেন ছবিটি।— টুইটারের সৌজন্যে।

Advertisementআরও পড়ুন

Advertisement