‘উড়নচণ্ডী’র চার প্রধান চরিত্র।
৩ অগস্ট, ২০১৮। পরিচালক অভিষেক সাহার জীবনের একটা বিশেষ দিন। দিনটা স্পেশ্যাল ছিল অমর্ত্য এবং রাজনন্দিনীর কাছেও। কারণ ওই দিন মুক্তি পেয়েছিল ‘উড়নচণ্ডী’। তিন জনেরই ডেবিউ ছবি।
মুক্তির প্রায় এক মাস পর দর্শকদের সুখবর দিচ্ছে টিম ‘উড়নচণ্ডী’। ছবিটির এটি পঞ্চম সপ্তাহ। মাঝে শহরের কোনও সিনেমা হলে এই ছবি ছিল না। দু’সপ্তাহ পর আগামী শুক্রবার থেকে নন্দন ২-তে ফের আসছে ‘উড়নচণ্ডী’।
টিম ‘উড়নচণ্ডী’র হাত ধরেছেন স্বয়ং প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। তিনি এই ছবির প্রযোজক। প্রথম ছবিতেই আলাদা চিন্তার ছাপ ছবিতে রেখেছেন পরিচালক। এমনটাই মত দর্শকদের একটা বড় অংশের। ডেবিউ ছবি হিসেবে অমর্ত্য এবং রাজনন্দিনীর অভিনয়ও প্রশংসিত হয়েছে দর্শক মহলে।
আরও পড়ুন, ফ্ল্যাট নম্বর..., কী করছেন আবির আর তনুশ্রী?
এ ছাড়াও ‘উড়নচণ্ডী’তে অভিনয় করেছেন চিত্রা সেন এবং সুদীপ্তা চক্রবর্তী। অভিজ্ঞ দুই স্তম্ভকে সঠিক ভাবে ব্যবহার করেছেন পরিচালক। সব মিলিয়ে ‘উড়নচণ্ডী’ দর্শকদের পছন্দের তালিকাতেই জায়গা করে নিয়েছে।
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)