Advertisement
E-Paper

বিয়ের আগেই প্রেগন্যান্ট? ছবিতে উত্তর নায়িকার

গত অক্টোবরে বয়ফ্রেন্ড দিনো লালভানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লিসা হেডেন। শোনা গিয়েছিল, বিয়ের আগেই নাকি প্রেগন্যান্ট হয়ে পড়েন লিসা। সে জল্পনার ইতি টানলেন খোদ নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন, তিনি সন্তানসম্ভবা।

গেস করুন তো, ইনি কে?

গেস করুন তো, ইনি কে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ১৩:২৯
Share
Save

গত অক্টোবরে বয়ফ্রেন্ড দিনো লালভানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লিসা হেডেন। শোনা গিয়েছিল, বিয়ের আগেই নাকি প্রেগন্যান্ট হয়ে পড়েন লিসা। সে জল্পনার ইতি টানলেন খোদ নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন, তিনি সন্তানসম্ভবা।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। শোনা গিয়েছিল ওই ছবির শুটিং চলাকালীনই নাকি প্রেগন্যান্ট ছিলেন নায়িকা। তবে তা জানতে দেননি কাউকেই।

সে সময় মুম্বইয়ের একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, দিনোর সঙ্গে বিয়ের দিন এগিয়ে নিয়ে আসার কারণ লিসার প্রেগন্যান্সি। অন্য একটি ছবির জন্য টানা ২০ দিনের ডেট চাওয়া হলে তিনি জানিয়ে দেন, এখনই অন্য কোনও প্রজেক্ট নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুন, এক মঞ্চে পারফর্ম করল আরাধ্যা ও আজাদ

আপাতত ফুকেটে ছুটি কাটাচ্ছেন লিসা। সেখানেই বিকিনি পরে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন। বলি টাউনের অনেকেই বলছেন সদ্য মা হওয়া করিনা কপূরের পথে হাঁটছেন লিসা। কারণ প্রেগন্যান্সি পিরিয়ডে করিনা হয়ে উঠেছিলেন বলিউডের অন্যতম ফ্যাশন আইকন। এ বার সে পতে হাঁটতে চলেছেন লিসাও। 🙏👶💞

🙏👶💞

Lisa Haydon Aye Dil Hai Muskil Baby Bump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy