Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Entertainment News

দিদির মতো আগলে রাখতেন শ্রীদেবী, বললেন রানি

জানা গিয়েছে, শেষযাত্রায় শ্রীদেবীকে পরানো হয়েছিল তাঁর পছন্দের লাল সিঁদুরের টিপ। গয়নাও শ্রীদেবীর ব্যক্তিগত পছন্দের তালিকা থেকে নাকি বেছে দিয়েছিলেন অনিল কপূরের স্ত্রী সুনীতা এবং রানি।

শ্রীদেবী এবং রানি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

শ্রীদেবী এবং রানি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ১৪:২৪
Share: Save:

শ্রীদেবীর মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না বলিউডের একটা বড় অংশ। আর রানি মুখোপাধ্যায়ের কাছে এ যেন প্রিয়জন বিয়োগ।

রানির সঙ্গে শ্রীদেবীর আলাদা সম্পর্ক ছিল। ফিল্মফেয়ারকে রানি জানিয়েছেন, তাঁর সমু কাকার ছবিতে শ্রীদেবী অভিনয় করেছিলেন। আর রানি স্কুল ফেরত সেই শুটিং দেখতে যেতেন। ফলে শ্রীদেবীর কাছে রানি যেন সেই ছোট্ট মেয়েটাই ছিলেন বরাবর। রানিকে আদর করে লাড্ডু বলে ডাকতেন শ্রীদেবী।

রানির কথায়, ‘‘শ্রী-জি আমাকে ফোন করে বলেছিলেন, লাড্ডু আমি হিচকির ট্রেলার দেখেছি। ছবিটা দেখতে চাই। আমি বলেছিলাম, তুমি বিয়েবাড়ি থেকে ঘুরে এস। আমি তোমাকে হিচকি দেখাব। কিন্তু এ কী হয়ে গেল…। আদিরা হওয়ার পর থেকে আমাকে সমানে সাপোর্ট করত শ্রী-জি। পরামর্শ দিত বড় দিদির মতো। আমার ব্যক্তিগত জীবনে শ্রীজির ভূমিকা কখনও ভুলতে পারব না।’’

আরও পড়ুন, শ্রীদেবীর মৃত্যুতে কি রহস্য? জল্পনা কলকাতাতেও

শ্রীদেবীকে নাকি শেষযাত্রায় সাজিয়েছিলেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট রাজেশ পাটিল। হেয়ার স্টাইলিস্ট নূরজাহান আনসারি জানিয়েছেন, রাজেশের কাজ শ্রীদেবী পছন্দ করতেন। সে কারণেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি তাঁকে নাকি সাহায্য করেছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।


শ্রীদেবীর শেষ যাত্রায় রানি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

জানা গিয়েছে, শেষযাত্রায় শ্রীদেবীকে পরানো হয়েছিল তাঁর পছন্দের লাল সিঁদুরের টিপ। গয়নাও শ্রীদেবীর ব্যক্তিগত পছন্দের তালিকা থেকে নাকি বেছে দিয়েছিলেন অনিল কপূরের স্ত্রী সুনীতা এবং রানি।

আরও পড়ুন, 'খাঁচায় বন্দি এক পাখি শ্রীদেবী'

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE